KP Constable GK Practice Set- 04
![]() |
| KP Constable GK Practice Set- 04 |
Hello Students,
আজকে তোমাদের সঙ্গে KP Constable GK Practice Set- 04 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। KP Constable GK Practice Set- 04 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।
KP Constable GK Practice Set
1. আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড মাউন্টব্যাটেন
B. লর্ড আরউইন
C. লর্ড ক্যানিং
D. লর্ড লিনলিথগো
2. কত সালে কেন্দ্র সরকার নতুন করে জনগণনার ঘোষণা করেছে?
A. ২০২৬ সালে
B. ২০২৭ সালে
C. ২০২৮ সালে
D. ২০২৯ সালে
3. তামিল ভাষাকে কত সালে ক্যালসিকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে?
A. ১৯৯৯ সালে
B. ২০০০ সালে
C. ২০০৪ সালে
D. ২০০৫ সালে
4. হিন্দি সিনেমায় দাদা মনি নামে কোন অভিনেতা জনপ্রিয় ছিলেন?
A. অশোক কুমার
B. শশী কাপুর
C. কিশোর কুমার
D. ধর্মেন্দ্র
5. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. সতীশচন্দ্র মুখোপাধ্যায়
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. হরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D. অক্ষয় কুমার দত্ত
6. মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে-
A. থ্যালামাস
B. হাইপোথ্যালামাস
C. পিটুইটারি
D. লঘু মস্তিষ্ক
7. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়?
A . ২১শে ফেব্রুয়ারি
B. ২২শে ফেব্রুয়ারি
C. ২৩শে ফেব্রুয়ারি
D. ২৪শে ফেব্রুয়ারি
8. 2025 BAFTA Awards-এ সেরা চলচ্চিত্রের তকমা পেয়েছে-
A. Anora
B. Conclave
C. Nickel Boys
D. I'm Still Here
9. কোন প্রাণীকে কাঁটার মুকুট বলা হয়?
A. তারা মাছ
B. শামুক
C. হাইড্রা
D. কোনোটিই নয়
10. Thrissur Pooram Festival কোন রাজ্যে পালন করা হয়?
A. কর্ণাটক
B. কেরালা
C. অন্ধ্রপ্রদেশ
D. তামিলনাড়ু
11. সাধারণ তুলাযন্ত্র কোন শ্রেণির লিভার?
A. প্রথম শ্রেণি
B. দ্বিতীয় শ্রেণি
C. তৃতীয় শ্রেণি
D. কোনোটিই নয়
12. প্রথম অর্থ কমিশন কত সালে গঠিত হয়?
A. ১৯২৩ সালে
B. ১৯৩৬ সালে
C. ১৯৫১ সালে
D. ১৯৭০ সালে
13. ভারতে বীমা ব্যবসা কে নিয়ন্ত্রণ করে?
A. SEBI
B. IRDAI
C. NABARD
D. FEMA
14. ওয়ারলি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয়?
A. রাজস্থান
B. মহারাষ্ট্র
C. পাঞ্জাব
D. উত্তরপ্রদেশ
15. অপটিক্যাল ফাইবারে আলোর কোন নীতি ব্যবহার করা হয়?
A. প্রতিফলন
B. প্রতিসরণ
C. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
D. বিচ্ছুরণ
16. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
A. লিথিয়াম
B. বোরন
C. নাইট্রোজেন
D. ফ্লুরিন
17. ব্রোঞ্জ কোন কোন উপাদান দিয়ে তৈরি?
A. তামা ও টিন
B. তামা ও দস্তা
C. দস্তা ও নিকেল
D. তামা ও সীসা
18. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন?
A. মহাত্মা গান্ধী
B. ডিরোজিও
C. শ্যামজী কৃষ্ণ বর্মা
D. রাজা রামমোহন রায়
19. IRDP বা সমন্বিত গ্রামীণ উন্নয়ন কর্মসূচি কত সালে শুরু হয়েছিল?
A. ১৯৭২ সালে
B. ১৯৮০ সালে
C. ১৯৮৫ সালে
D. ১৯৯২ সালে
20. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
A. ইয়াংজি
B. হোয়াংহো
C. মিসিসিপি
D. নীলনদ
21. Indian National Army কে প্রতিষ্ঠা করেছিলেন?
A. মোহন সিং
B. রাসবিহারী বসু
C. সুভাষচন্দ্র বসু
D. দাদাভাই নওরোজী
22. নিম্নের মধ্যে ফায়ার আইস কোনটি?
A. সোডিয়াম হাইড্রক্সাইড
B. মিথেন হাইড্রেট
C. সিলভার নাইট্রেট
D. পটাশিয়াম হাইড্রক্সাইড
23. অফসাইড ট্র্যাপ শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত?
A. পোলো
B. ফুটবল
C. হকি
D. ব্যাডমিন্টন
24. অর্থনীতিতে নোবেল পুরস্কার ২০২৫ কে পেয়েছেন?
A. Peter Howitt
B. Philippe Aghion
C. Joel Mokyr
D. উপরোক্ত সকলেই
25. সহ্যাদ্রি পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত?
A. মহারাষ্ট্র
B. পাঞ্জাব
C. উত্তরপ্রদেশ
D. সিকিম
26. কত সালে প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল?
A. ১৯৩০ সালে
B. ১৯৪৮ সালে
C. ১৯৫২ সালে
D. ১৯৬৭ সালে
27. শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে?
A. ১৯-২২
B. ২৩-২৪
C. ২৫-২৮
D. ২৯-৩০
28. কোন পাল রাজার আমলে কৈবর্ত বিদ্রোহ সংঘটিত হয়েছিল?
A. দ্বিতীয় মহিপাল
B. ধর্মপাল
C. অজাতশত্রু
D. বিম্বিসার
29. আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A. ১৮৩৯ সালে
B. ১৮৪৮ সালে
C. ১৮৬২ সালে
D. ১৮৭৫ সালে
30. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি?
A. কুঞ্চিকল জলপ্রপাত
B. ধুয়াধার জলপ্রপাত
C. অ্যাঞ্জেল জলপ্রপাত
D. হুড্রু জলপ্রপাত
31. দিল্লীর বর্তমান মুখ্যমন্ত্রী কে?
A. অরবিন্দ কেজরিওয়াল
B. রেখা গুপ্তা
C. বন্দনা কুমারী
D. অতিশি মারলিনা সিং
32. বায়ুমণ্ডলের কোন স্তরকে ঘনমণ্ডল বলা হয়?
A. ট্রপোস্ফিয়ার
B. মেসোস্ফিয়ার
C. স্ট্র্যাটোস্ফিয়ার
D. থার্মোস্ফিয়ার
33. সেরেস কি ধরনের গ্রহ?
A. অন্তঃস্থ গ্রহ
B. বহিঃস্থ গ্রহ
C. বামন গ্রহ
D. কোনোটিই নয়
34. কোন দিন কর্কট সংক্রান্তি ঘটে?
A. ২২শে মার্চ
B. ২১শে জুন
C. ২৩শে জুলাই
D. ২২শে ডিসেম্বর
35. কস্টিক সোডার রাসায়নিক সংকেত কি?
A. KNO3
B. NaOH
C. Hg
D. CaCO3
36. মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন?
A. আকবর
B. জাহাঙ্গীর
C. শাহজাহান
D. ঔরঙ্গজেব
37. ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
A. পেডোলজি
B. পোমোলজি
C. ইকোলজি
D. এন্টোমোলজি
38. আলোর কোন ঘটনার কারণে স্বচ্ছ আকাশকে নীল দেখায়?
A. প্রতিসরণ
B. প্রতিফলন
C. বিক্ষেপণ
D. অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন
39. সম্প্রতি ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দ্রৌপদী মুর্মু প্রথমবার কোন রাজ্যের বিধানসভার সদস্যদের উদ্দেশে ভাষণ দিলেন?
A. ছত্তিশগড়
B. আসাম
C. ঝাড়খন্ড
D. ওড়িশা
40. ভারতের প্রথম মহিলা অর্থসচিব কে?
A. নিরুপমা রাও
B. শোভা দে
C. সুষমা নাথ
D. নিবেদিতা চৌধুরী
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: KP Constable GK Practice Set- 04
File Format: PDF
No. of Pages:04
File Size:0.37MB


No comments:
Post a Comment