Breaking




Sunday, December 7, 2025

KP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

KP Constable GK Practice Set- 06

KP Constable GK Practice Set- 06
KP Constable GK Practice Set- 06
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে KP Constable GK Practice Set- 06 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। KP Constable GK Practice Set- 06 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

KP Constable GK Practice Set- 06

1.  অজয় নদীর জলপথ কত নম্বর জাতীয় জলপথের অন্তর্গত? 

A. ৫ নম্বর 

B. ৬ নম্বর 

C. ৭ নম্বর 

D. ৮ নম্বর

2. ভারতের দীর্ঘতম রেলওয়ে সুড়ঙ্গ কোনটি?

A. ত্রিবান্দ্রাম বন্দর সুড়ঙ্গ

B. পির পাঞ্জাল সুড়ঙ্গ 

C. অটল সুড়ঙ্গ 

D. শ্যামা প্রসাদ মুখার্জী সুড়ঙ্গ

3. রাধুনীপাগল চাল কোন রাজ্যের জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য?

A. পশ্চিমবঙ্গ

B. গুজরাট 

C. উত্তরপ্রদেশ 

D. ওড়িশা

4. GSM এর পুরো নাম কি?

A. Global System for Mobile access 

B. Global System for Mobile communication 

C. Global System Mobility

D. Global Satelite system for Mobilty

5. নিম্নের কোনটি ভারতের একটি কৃত্রিম হ্রদ?

A. নারায়ণ সরোবর 

B. সুরজ তাল 

C. হুসেন সাগর হ্রদ 

D. চন্দ্র তাল

6. BCCI (Board of Control for Cricket in India) এর বর্তমান চেয়ারম্যান কে?

A. দেবজিত সাইকিয়া

B. মিঠুন মানহাস

C. জয় শাহ 

D. অরূপ গোখলে

7. কোন রাজ্যের সাক্কারাকোট্টাই এবং থার্থাঙ্গাল পক্ষী অভয়ারণ্য রামসার সাইটটের মর্যাদা পেয়েছে?

A. কর্ণাটকের 

B. কেরালার 

C. তামিলনাড়ুর

D. অন্ধ্রপ্রদেশের

8. NITI Aayog কত সালে গঠন করা হয়?

A. ২০১০ সালে 

B. ২০১২ সালে 

C. ২০১৩ সালে 

D. ২০১৫ সালে

9. জওহর রোজগার যোজনা কত সালে শুরু হয়েছিল?

A. ১৯৭২ সালে 

B. ১৯৮৫ সালে 

C. ১৯৮৯ সালে 

D. ১৯৯০ সালে

10. কোন সংস্থার সুপারিশে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থবণ্টন করা হয়? 

A. অর্থ কমিশন 

B. অর্থমন্ত্রক 

C. নীতি আয়োগ

D. কোনোটিই নয়

11. ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

A. জওহরলাল নেহেরু

B. ড. বি. আর. আম্বেদকর

C. ড. রাজেন্দ্র প্রসাদ

D. কে এম মুন্সী

12. ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে?

A. ১৯৪৮-৪৯ সালে 

B. ১৯৫০-৫১ সালে 

C. ১৯৫১-৫২ সালে 

D. ১৯৫২-৫৩ সালে

13. নিম্নের কোনটি আইসোটনে সমান থাকে? 

A. প্রোটন সংখ্যা 

B. নিউট্রন সংখ্যা

C. ভর সংখ্যা 

D. কোনোটিই নয়

14. কোন যৌগে কেলাস জল থাকে না?

A. বেকিং সোডা

B. ফিটকিরি

C. কপার সালফেট 

D. জিপসাম

15. কোন রাজ্যের Gokul ReservoirUdaipur Lake রামসার সাইটের তকমা পেয়েছে?

A. রাজস্থান 

B. বিহার

C. মধ্যপ্রদেশ 

D. ঝাড়খণ্ড

16. International Day of the Girl Child প্রতিবছর কবে পালন করা হয়?

A. ২৩ আগস্ট 

B. ২২ সেপ্টেম্বর 

C. ১১ অক্টোবর

D. ১৭ নভেম্বর

17. ক্যালসিয়াম অক্সালেটের রাসায়নিক সংকেত কি?

A. CaC2O4

B. CaCO4

C. Ca2CO4

D. Ca2CO

18. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে?

A. একবার 

B. দুইবার 

C. তিনবার 

D. চারবার 

19. International Renewable Energy Currency এর সদর দফতর কোথায় অবস্থিত?

A. ব্রাসেলস 

B. জাকার্তা 

C. আবু ধাবি

D. নাইরোবি

20. শিশুশ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে?

A. ১৪ নম্বর 

B. ১৯ নম্বর 

C. ২৩ নম্বর 

D. ২৪ নম্বর

21. চেমায়ুংদুং হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে?

A. ব্রহ্মপুত্র 

B. তিস্তা 

C. যমুনা 

D. কাবেরী

22. ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি?

A. দামোদর ভ্যালি কর্পোরেশন

B. মালপ্রভা পরিকল্পনা

C. শিবসমুদ্রম পরিকল্পনা

D. কোনোটিই নয়

23. Human Development Index 2025-এ ভারতের স্থান কততম?

A. ১২১তম 

B. ১২৮তম 

C. ১৩০ তম

D. ১৩৫তম

24.  কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্প শুরু হয়েছিল?

A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়

25. নিম্নের কোনটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ নয়? 

A. লুনি 

B. মহানদী 

C. ঘর্ঘরা 

D. মেধা

26. কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়?

A. ১৯৩৪ সালে 

B. ১৯৪৫ সালে 

C. ১৯৫৩ সালে 

D. ১৯৫৫ সালে

27. হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল?

A. ১৫৪৫ সালে 

B. ১৫৭৬ সালে

C. ১৫৮৯ সালে 

D. ১৫৯৫ সালে

28. শ্রেণিক কোন শাসকের উপাধি ছিল?

A. চন্দ্রগুপ্ত 

B. অশোক 

C. সমুদ্রগুপ্ত 

D. বিম্বিসার

29. খাবার সোডার রাসায়নিক সংকেত কি?

A. NaHCO3

B. NaHO3 

C. Na2HCO3

D. NaOH

30. কিসের থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়?

A. মার্বেল 

B. চুনাপাথর 

C. জিপসাম

D. ক্যালামাইন

31. নিম্নলিখিত কোন ফল থেকে ম্যালিক অ্যাসিড পাওয়া যায়?

A. মৌসুমী 

B. কমলালেবু 

C. আপেল

D. বেদানা

32. খানুয়ার যুদ্ধ কত সালে হয়েছিল?

A. ১৫১১ সালে

B. ১৫২৭ সালে

C. ১৫৩৮ সালে 

D. ১৫৪৩ সালে

33. ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়?

A. প্রধানমন্ত্রী 

B. রাষ্ট্রপতি 

C. কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল

D. অর্থমন্ত্রী

34. ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠতম ব্যক্তি কে ছিলেন?

A. রমেশচন্দ্র দত্ত 

B. আবুল কালাম আজাদ 

C. গোপালকৃষ্ণ গোখলে

D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

35. অলকানন্দা এবং ধৌলিগঙ্গার মিলিতস্থল কি নামে পরিচিত?

A. নন্দাপ্রয়াগ

B. দেবপ্রয়াগ

C. বিষ্ণুপ্রয়াগ

D. কেশবপ্রয়াগ

36. ৭১তম জাতীয় পুরস্কারে সেরা অভিনেত্রী কে হয়েছেন?

A. রানি মুখার্জি 

B. মাধুরী দীক্ষিত

C. বিদ্যা বালান 

D. আলিয়া ভাট

37. জাতীয় যুব দিবস কার জন্মদিনে পালন করা হয়?

A. সুভাষচন্দ্র বসু

B. স্বামী বিবেকানন্দ

C. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় 

D. ক্ষুদিরাম বসু

38. কোন অঙ্গানু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে?

A. লাইসোজোম 

B. গলগি বডি 

C. মাইটোকনড্রিয়া

D. রাইবোজোম

39. মিনিকয়ও মালদ্বীপকে পৃথক করে-

A. ৮° চ্যানেল

B. ১০° চ্যানেল

C. ৯° চ্যানেল

D. পক্ প্রণালী

40. World Tourism Day কবে পালন করা হয়?

A. ৭ মে 

B. ২৮ সেপ্টেম্বর 

C. ২৪ জানুয়ারি 

D. ২৭ সেপ্টেম্বর

উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: KP Constable GK Practice Set- 06
File Format: PDF
No. of Pages:04
File Size:0.36MB

No comments:

Post a Comment