KP Constable GK Practice Set- 07
![]() |
| KP Constable GK Practice Set- 07 |
KP Constable GK Practice Set
1. ভারতে শ্বেত বিপ্লবের জনক কে?
A. ভার্গিস কুরিয়েন
B. সাম পিত্রদা
C. নির্পাখ তুতেজ
D. এম. এস. স্বামীনাথন
2. কোন নেতার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়?
A. মৌলানা আবুল কালাম আজাদ
B. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
C. এ.পি.জে আব্দুল কালাম
D. চক্রবর্তী রাজাগোপালাচারী
3. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
A. লর্ড ক্যানিং
B. লর্ড রিপন
C. লর্ড মাউন্টব্যাটেন
D. লর্ড ডালহৌসি
4. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড ক্যানিং
B. লর্ড মাউন্টব্যাটেন
C. ওয়ারেন হেস্টিংস
D. লর্ড কার্জন
5. Betla National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. হরিয়ানা
B. গুজরাট
C. ঝাড়খন্ড
D. বিহার
6. জাড্য ধর্ম নিউটনের কোন গতিসূত্র থেকে পাওয়া যায়?
A. প্রথম গতিসূত্র
B. দ্বিতীয় গতিসূত্র
C. তৃতীয় গতিসূত্র
D. কোনোটিই নয়
7. লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত?
A. ২২ বছর
B. ২৪ বছর
C. ২৫ বছর
D. ২৮ বছর
8. দার্শনিকের উল বলা হয়-
A. জিঙ্ক হাইড্রক্সাইড
B. জিঙ্ক অক্সাইড
C. সোডিয়াম ক্লোরাইড
D. ক্যালসিয়াম কার্বনেট
9. যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন হয়, তাকে কি বলে?
A. আইসোটোপ
B. আইসোবার
C. আইসোটোন
D. আইসোমার
10. রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন?
A. ১০ জন
B. ১২ জন
C. ১৪ জন
D. ১৫ জন
11. ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়?
A. ৪২তম
B. ৪৪তম
C. ৭৪তম
D. ৮৬তম
12. লুনার কষ্টিক নামে কোনটি পরিচিত?
A. সিলভার ক্লোরাইড
B. সিলভার আয়োডাইড
C. সিলভার নাইট্রাইট
D. সিলভার নাইট্রেট
13. কোন কোষীয় অঙ্গাণু 'ক্লডের ডানা' নামে পরিচিত?
A. রাইবোজোম
B. লাইসোজোম
C. গলগি বডি
D. মাইটোকন্ড্রিয়া
14. শকাব্দ কে প্রচলন করেছিলেন?
A. বিম্বিসার
B. বিন্দুসার
C. অশোক
D. কণিষ্ক
15. দাদাভাই নওরোজি কত সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন?
A. ১৮৪৫ সালে
B. ১৮৫২ সালে
C. ১৮৬৬ সালে
D. ১৮৬৮ সালে
16. পাগলা রাজা কাকে বলা হয়?
A. মহম্মদ বিন তুঘলক
B. আলাউদ্দিন খলজি
C. গিয়াসউদ্দিন বলবন
D. ইলতুৎমিস
17. আমাদের দাঁতের কঠিন অংশের নাম হল-
A. ক্রাউন
B. ডেন্টিন
C. এনামেল
D. গাম
18. বাংলাদেশের পার্লামেন্টের নাম-
A. জাতীয় সংসদ
B. ফেডারেল সংসদ
C. পার্লামেন্ট
D. মজলিস
19. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন?
A. লর্ড ক্যানিং
B. লড ডালহৌসি
C. লর্ড রিপন
D. লর্ড ডারউইন
20. ভারত সরকার সম্পূর্ণভাবে একটি প্রধান খনিজ হিসেবে শ্রেণিভুক্ত করেছে-
A. কোয়ার্টজ
B. মাইকা
C. বেলেপাথর
D. চুনাপাথর
21. নীচের যেই উৎসেচকটি রক্ততন্চনে সাহায্য করে সেটি হল-
A. প্রথ্রমবিনেজ
B. থ্রম্বিন
C. থ্রমবোকাইনেজ
D. এরিথ্রোপয়েজ
22. মানবদেহের কোন গ্রন্থি থেকে গোনাডট্রপিক হরমোন নিঃসৃত হয়?
A. অগ্র পিটুইটারি
B. পশ্চাৎ পিটুইটারি
C. থাইরয়েড
D. অ্যাড্রেনাল
23. অন্ধ্রপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়েছিল?
A. ছত্তিশগড়
B. কর্ণাটক
C. তেলেঙ্গানা
D. হরিয়ানা
24. কত সালে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছিল?
A. ২০০০ সালে
B. ২০০৪ সালে
C. ২০০৫ সালে
D. ২০০৭ সালে
25. রবি শস্য কোন ঋতুতে রোপন করা হয়?
A. গ্রীষ্মকাল
B. শীতকাল
C. হেমন্তকাল
D. বসন্তকাল
26. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশের ৫০তম স্বাধীনতা দিবস পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন?
A. আয়ারল্যান্ড
B. অ্যাঙ্গোলা
C. ইন্দোনেশিয়া
D. কলম্বিয়া
27. ২০২৬ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কে?
A. ইউরোপীয় ইউনিয়ন কমিশন এবং কাউন্সিলের প্রেসিডেন্ট
B. ফ্রান্সের প্রেসিডেন্ট
C. ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট
D. কলম্বিয়ার প্রেসিডেন্ট
28. ঘূর্ণিঝড় মন্থা-র নামকরণ করেছে কোন দেশ?
A. ওমান
B. শ্রীলঙ্কা
C. কাতার
D. থাইল্যান্ড
29. ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি?
A. চিল্কা হ্রদ
B. পুষ্কর হ্রদ
C. পুলিকট হ্রদ
D. উলার হ্রদ
30. বঙ্গভঙ্গ কত সালে রদ হয়েছিল?
A. ১৯১১ সালে
B. ১৯২৪ সালে
C. ১৯৩৫ সালে
D. ১৯৪১ সালে
31. কোন অংশটি শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়?
A. ক্লোরোপ্লাস্ট
B. সাইটোপ্লাজম
C. কোষঝিল্লি
D. গলগি বডি
32. ইউট্রোফিকেশনের প্রধান উপাদান কোনটি?
A. ম্যাগনেসিয়াম ও নাইট্রোজেন
B. নাইট্রোজেন ও ফসফরাস
C. ম্যাগনেসিয়াম ও ফসফরাস
D. ক্যালসিয়াম ও নাইট্রোজেন
33. স্যাডলার কমিশন কিসের সঙ্গে যুক্ত?
A. ব্যাঙ্কিং
B. শিক্ষা
C. কুটির শিল্প
D. বস্ত্র শিল্প
34. লিমকা ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
A. দাবা
B. হকি
C. ব্যাডমিন্টন
D. পোলো
35. বোরাক্স কোন ধাতুর আকরিক?
A. পটাশিয়াম
B. সোডিয়াম
C. ম্যাগনেসিয়াম
D. অ্যালুমিনিয়াম
36. দশমবারের মতো কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার?
A. রাজস্থান
B. গুজরাট
C. বিহার
D. মধ্যপ্রদেশ
37. কীটপতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
A. এভিকালচার
B. ইকথায়োলজি
C. এন্টোমোলজি
D. ভাইরোলজি
38. ভারতের নাগরিকত্ব আইন কত সালে পাস হয়?
A. ১৯৩৪ সালে
B. ১৯৪৫ সালে
C. ১৯৫৩ সালে
D. ১৯৫৫ সালে
39. ছোটনাগপুর মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে?
A. দামোদর
B. নর্মদা
C. তাপ্তি
D. মহানদী
40. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়?
A. ১৭৭৮ সালে
B. ১৭৯৩ সালে
C. ১৮১১ সালে
D. ১৮৩১ সালে
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment