Breaking




Tuesday, December 9, 2025

KP কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট

KP Constable GK Practice Set- 08

KP Constable GK Practice Set- 08
KP Constable GK Practice Set- 08
Hello Students,

আজকে তোমাদের সঙ্গে KP Constable GK Practice Set- 08 শেয়ার করছি। আগত পরীক্ষার ক্ষেত্রে তোমরা নিজেদের প্রস্তুতি যাচাই করতে পারবে। তোমাদের পরীক্ষার প্রস্তুতিতে আমাদের এই প্র্যাকটিস সেটগুলি তোমাদের সাহায্য করবে বলে আমরা আশাবাদী। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। KP Constable GK Practice Set- 08 PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

KP Constable GK Practice Set

1. সৌরজগতের কোন দুটি গ্রহ বিপরীতমুখী ঘূর্ণন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে?
A. শুক্র ও ইউরেনাস
B. বুধ ও শুক্র 
C. বুধ ও নেপচুন 
D. শুক্র ও শনি
2. আরশোলার রেচন অঙ্গের নাম কি?
A. দেহতল 
B. কক্সাল গ্রন্থি 
C. ম্যালপিজিয়ান নালিকা
D. ফ্লেমকোষ
3. কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল?
A. লর্ড রিপন 
B. লর্ড লিনলিথগো
C. লর্ড কার্জন 
D. লর্ড ক্যানিং
4. নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল?
A. ১৯৫২ সালে 
B. ১৯৬৫ সালে 
C. ১৯৮৫ সালে 
D. ১৯৯২ সালে
5. Wealth of Nations বইটি কে লিখেছেন?
A. অ্যাডাম স্মিথ 
B. জন মার্শাল 
C. পল স্যামুয়েলসন
D. রবার্ট সি. মার্টন
6. Dihang-Dibang Biosphere Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. অরুণাচল প্রদেশ 
B. উত্তরাখণ্ড 
C. ছত্তিশগড়
D. আসাম
7. ইসরায়েলের পার্লামেন্টের নাম-
A. কংগ্রেস 
B. নেসেট 
C. মজলিশ 
D. ডায়েট
8. কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন?
A. সুচেতা কৃপালিনী
B. সরোজিনী নাইডু
C. প্রতিভা প্যাটেল
D. বিজয়লক্ষী পন্ডিত
9. বারদৌলি সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল? 
A. ১৯২৮ সালে
B. ১৯৩২ সালে 
C. ১৯৪৫ সালে 
D. ১৯৫২ সালে
10. কোন মুঘল সম্রাটের শাসনকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন?
A. হুমায়ুন 
B. আকবর 
C. জাহাঙ্গীর
D. শাহজাহান
11. ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
A. সুতলেজ 
B. কাবেরী 
C. কৃষ্ণা
D. মহানদী
12. কনিষ্কের রাজধানী কোথায় ছিল?
A. পুরুষপুর
B. কর্ণসুবর্ণ
C. শ্রীরঙ্গপত্তম
D. কনৌজ
13. কৃষ্ণরাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? 
A. কর্ণাটক
B. মহারাষ্ট্র
C. মধ্যপ্রদেশ  
D. অন্ধ্রপ্রদেশ
14. রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল?
A. ১৯১৯ সালে
B. ১৯৩৫ সালে 
C. ১৯৩৯ সালে 
D. ১৯৫১ সালে
15. ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব ঘটেছিল?
A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 
B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 
C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা
D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
16. ভারতের প্রথম সম্পদ কর কত সালে শুরু হয়েছিল?
A. ১৯৪৯ সালে 
B. ১৯৫৭ সালে 
C. ১৯৬২ সালে 
D. ১৯৭১ সালে
17. হ্যারোড-ডোমার মডেল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল?
A. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 
B. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 
C. তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 
D. চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা
18. বন্দেমাতরম পত্রিকার প্রতিষ্ঠাতা কে? 
A. নবগোপাল মিত্র 
B. বিপিনচন্দ্র পাল
C. মোতিলাল নেহরু 
D. হরিশচন্দ্র মুখোপাধ্যায়
19. ওনাম কোন রাজ্যের উৎসব?
A. তেলেঙ্গানা
B. অন্ধ্রপ্রদেশ
C. কেরালা 
D. কর্ণাটক
20. হিউয়েন সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন?
A. সমুদ্রগুপ্ত 
B. স্কন্দগুপ্ত 
C. হর্ষবর্ধন 
D. প্রথম চন্দ্রগুপ্ত
21. বর্ণালির নিম্নের কোন রং-এ সালোকসংশ্লেষ ভাল হয়? 
A. সাদা
B. সবুজ
C. লাল
D. কালো
22. কোন গ্যাস বেলুনে ব্যবহার করা হয়?
A. কার্বন মনোক্সাইড
B. বিউটেন
C. নাইট্রোজেন
D. হিলিয়াম
23. সম্প্রতি কোন রাজ্যে প্রায় ৪০০০ বছর পুরনো সরাইখানা আবিষ্কার করা হয়েছে?
A. হরিয়ানা 
B. মহারাষ্ট্র 
C. গুজরাট 
D. রাজস্থান
24. নিম্নের কোন রাজা হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন?
A. অশোক 
B. দ্বিতীয় পুলকেশী 
C. বিজয়ালয় চোল 
D. কীর্তিবর্মন
25. নিম্নলিখিত কোনটি স্তূপ পর্বতের উদাহরণ নয়?
A. সাতপুরা
B. ভোজ 
C. ব্ল্যাক ফরেস্ট 
D. ব্যারেন 
26. আয়তনের বিচারে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি?
A. মণিপুর 
B. গোয়া 
C. আসাম 
D. নাগাল্যান্ড
27. সবুজ পাতার কোন কলায় সালোকসংশ্লেষ ঘটে?
A. মেসোফিল কলা
B. ফ্লোয়েম কলা
C. জাইলেম কলা
D. কোনোটিই নয়
28. আলোর বেগ কোন মাধ্যমে সর্বোচ্চ হয়?
A. শূন্যে
B. বাতাসে
C. জলে
D. কাঁচে
29. ভারতের সবুজ বিপ্লব কোন কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল?
A. চা ও কফি উৎপাদনে
B. জোয়ার ও তৈলবীজ উৎপাদনে
C. গম ও আলু উৎপাদনে
D. গম ও চাল উৎপাদনে
30. কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি?
A. সোডিয়াম কার্বনেট
B. ক্যালসিয়াম কার্বনেট
C. সোডিয়াম হাইড্রক্সাইড 
D. ক্যালসিয়াম অক্সাইড
31. প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ কত? 
A. ১,৫২,০০০ মাইল 
B. ১,৬৮,০০০ মাইল 
C. ১,৮৬,০০০ মাইল 
D. ১,৭২,০০০ মাইল
32. প্রতিবছর কবে বিশ্ব যক্ষ্মা দিবস পালন করা হয়?
A. ২২শে মার্চ 
B. ২৩শে মার্চ
C. ২৪শে মার্চ
D. ২৫শে মার্চ
33. Namdapha National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. আসাম 
B. মেঘালয় 
C. মিজোরাম 
D. অরুণাচল প্রদেশ
34. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন?
A. লর্ড রিপন 
B. লর্ড বেন্টিঙ্ক
C. লর্ড ওয়েলেসলি
D. লর্ড ডালহৌসি
35. চোলিয়া কোন রাজ্যের নৃত্য?
A. উত্তরাখণ্ড 
B. পাঞ্জাব 
C. তেলেঙ্গানা 
D. উত্তরপ্রদেশ
36. রেণুকা জলাভূমি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. উত্তরাখণ্ড 
B. হিমাচল প্রদেশ
C. হরিয়ানা
D. গুজরাট
37. কত সালে Commonwealth Games ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে?
A. ২০১৭ সালে 
B. ২০২৮ সালে 
C. ২০৩০ সালে
D. ২০৩৫ সালে
38. ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী- কাকে বলা হয়?
A. কাজী নজরুল ইসলাম
B. স্বামী বিবেকানন্দ
C. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D. সুভাষচন্দ্র বসু
39. Independent পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. মহাত্মা গান্ধী 
B. মোতিলাল নেহরু
C. ব্রহ্মবান্ধব উপাধ্যায়
D. কৃষ্ণ কুমার মিত্র
40. কোন দেশের সঙ্গে ভারতের সীমানা সবচেয়ে বেশি?
A. নেপাল 
B. ভুটান 
C. বাংলাদেশ 
D. চিন
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে
PDF Download Details::
File Name: KP Constable GK Practice Set- 08
File Format: PDF
No. of Pages:04
File Size:0.36MB

No comments:

Post a Comment