KP Constable GK Practice Set- 09
![]() |
| KP Constable GK Practice Set- 09 |
KP Constable GK Practice Set
1. ভারতে কত সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয়েছিল?
A. ১৯৪৮ সালে
B. ১৯৫২ সালে
C. ১৯৭৫ সালে
D. ১৯৯১ সালে
2. ভারতে কত সালে অর্থনৈতিক সংস্কার প্রবর্তিত হয়েছিল?
A. ১৯৪৮ সালে
B. ১৯৫২ সালে
C. ১৯৭৫ সালে
D. ১৯৯১ সালে
3. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
A. ৫ই জুন
B. ৫ই জুলাই
C. ১৫ই আগস্ট
D. ১৮ই আগস্ট
4. Beloved of Gods কোন সম্রাটকে বলা হয়?
A. অশোক
B. বিম্বিসার
C. সমুদ্রগুপ্ত
D. প্রথম চন্দ্রগুপ্ত
5. পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি?
A. মলয়াদ্রি
B. সহ্যাদ্রি
C. হিমাদ্রি
D. কোনোটিই নয়
6. কোন রাজ্যটি Seven Sisters এর অন্তর্গত নয়?
A. আসাম
B. মণিপুর
C. উত্তরাখণ্ড
D. নাগাল্যান্ড
7. কন্যাশ্রী প্রকল্প কত সাল থেকে শুরু হয়েছে?
A. ২০১৩ সাল
B. ২০১৪ সাল
C. ২০১৬ সাল
D. ২০১৮ সাল
8. আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড মাউন্টব্যাটেন
B. লর্ড আরউইন
C. লর্ড ক্যানিং
D. লর্ড লিনলিথগো
9. ভারতে শ্বেত বিপ্লবের জনক কে?
A. ভার্গিস কুরিয়েন
B. সাম পিত্রদা
C. নির্পাখ তুতেজ
D. এম. এস. স্বামীনাথন
10. পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে?
A. মনোজ পন্থ
B. হরিকৃষ্ণ দ্বিবেদী
C. জিতেন্দ্র কুমার
D. রাজু নায়েক
11. ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল?
A. ১৫ই আগস্ট, ১৯৪৮
B. ২৬শে জানুয়ারি, ১৯৪৯
C. ২৬শে নভেম্বর, ১৯৪৯
D. ২৬শে জানুয়ারি, ১৯৫০
12. টর কিসের একক?
A. চাপ
B. ঘনত্ব
C. কার্য
D. ক্ষমতা
13. তরলের আপেক্ষিক গুরুত্ব পরিমাপক যন্ত্রের নাম কি ইন?
A. হাইগ্রোমিটার
B. হাইড্রোমিটার
C. স্ফিগমোম্যানোমিটার
D. অ্যানিমোমিটার
14. সংবিধান সভার সভাপতি ছিলেন-
A. রাজেন্দ্র প্রসাদ
B. বি. আর. আম্বেদকর
C. বি. এন. রাও
D. জওহরলাল নেহরু
15. SEBI কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A. ১৯৬৮ সালে
B. ১৯৭২ সালে
C. ১৯৮০ সালে
D. ১৯৮৮ সালে
16. হরপ্পা সভ্যতা কবে আবিষ্কার করা হয়?
A. ১৯২০ সালে
B. ১৯২১ সালে
C. ১৯২২ সালে
D. ১৯২৪ সালে
17. কত সালে কেন্দ্র সরকার নতুন করে জনগণনার ঘোষণা করেছে?
A. ২০২৬ সালে
B. ২০২৭ সালে
C. ২০২৮ সালে
D. ২০২৯ সালে
18. দারিংবাড়ি পর্যটন স্থল ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. পাঞ্জাব
B. রাজস্থান
C. ওড়িশা
D. ঝাড়খন্ড
19. ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেছিলেন?
A. দাদাভাই নওরোজি
B. আর কে শানমুখম চেট্টি
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. সি ডি দেশমুখ
20. ভারতের জাতীয় আয় প্রথম কে নির্ধারণ করেছিলেন?
A. দাদাভাই নওরোজি
B. আর কে শানমুখম চেট্টি
C. সর্দার বল্লভভাই প্যাটেল
D. সি ডি দেশমুখ
21. নিম্নের কোনটি একটি অপারেটিং সিস্টেম?
A. স্ক্যানার
B. জয়স্টিক
C. আইওএস
D. মাইক্রোফোন
22. কোন শিলালিপিতে সতী প্রথার উল্লেখ পাওয়া যায়?
A. অশোকের শিলালিপি
B. নানাঘাট শিলালিপি
C. ভানুগুপ্তের ইরান স্তম্ভের শিলালিপি
D. হাতিগুম্ফা শিলালিপি
23. ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি?
A. অন্ধ্রপ্রদেশ
B. আসাম
C. অরুণাচল প্রদেশ
D. ওড়িশা
24. বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়?
A. ট্রপোস্ফিয়ার
B. স্ট্র্যাটোস্ফিয়ার
C. মেসোস্ফিয়ার
D. থার্মোস্ফিয়ার
25. আন্তর্জাতিক অর্থ ভান্ডার বা IMF এর বর্তমান সভাপতি কে?
A. Michael Mussa
B. Eswar Prasad
C. Kristalina Georgieva
D. Raghuram Rajan
26. পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৫ জিতেছেন কে?
A. John Clarke
B. Michel H. Devoret
C. John M. Martinis
D. All of them
27. GSM এর পুরো নাম কি?
A. Global System for Mobile access
B. Global System for Mobile communication
C. Global System Mobility
D. Global Satelite system for Mobilty
28. ড. বি. আর. আম্বেদকর কোন অধিকারকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন?
A. স্বাধীনতার অধিকার
B. সাংবিধানিক প্রতিকারের অধিকার
C. ধর্মীয় স্বাধীনতার অধিকার
D. সাম্যের অধিকার
29. ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন?
A. ভি এস রমাদেবী
B. এম. ফতেমা বিবি
C. মীরা কুমার
D. সুষমা নাথ
30. কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়?
A. মালাবার উপকূল
B. করমণ্ডল উপকূল
C. কোঙ্কন উপকূল
D. কোনোটিই নয়
31. সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
A. ১৮৫৬ সালে
B. ১৮৬২ সালে
C. ১৮৭৩ সালে
D. ১৮৮৫ সালে
32. তামিল ভাষাকে কত সালে ক্যালসিকাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা করা হয়েছে?
A. ১৯৯৯ সালে
B. ২০০০ সালে
C. ২০০৪ সালে
D. ২০০৫ সালে
33. ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন?
A. লর্ড ক্যানিং
B. লর্ড রিপন
C. লর্ড মাউন্টব্যাটেন
D. লর্ড ডালহৌসি
34. সংবিধানের কত ধরনের জরুরী অবস্থার কথা বলা হয়েছে?
A. এক ধরনের
B. দুই ধরনের
C. তিন ধরনের
D. চার ধরনের
35. ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল?
A. ১৯৩৮ সালে
B. ১৯৪২ সালে
C. ১৯৪৬ সালে
D. ১৯৫০ সালে
36. চাপের SI একক কি?
A. নিউটন
B. ডাইন
C. পাস্কাল
D. মিটার
37. কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম?
A. বুধ
B. শনি
C. শুক্র
D. মঙ্গল
38. ভারতের সবচেয়ে ছোট জাতীয় উদ্যান হল-
A. South Button Island National Park
B. Mukundra Hills National Park
C. Chandoli National Park
D. Pench National Park
39. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
A. ধূপগড়
B. নন্দাদেবী
C. দোদাবেতা
D. গুরুশিখর
40. Geological Survey of India কোথায় প্রতিষ্ঠিত?
A. নিউ দিল্লি
B. মুম্বাই
C. কলকাতা
D. চেন্নাই
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment