KP Constable GK Practice Set- 10
![]() |
| KP Constable GK Practice Set- 10 |
KP Constable GK Practice Set
1. ভারতের প্রজেক্ট টাইগার কত সালে শুরু হয়?
A. ১৯৬৭ সালে
B. ১৯৭৩ সালে
C. ১৯৭৮ সালে
D. ১৯৮২ সালে
2. প্রফেসর শঙ্কু চরিত্রের স্রষ্টা কে?
A. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
B. সত্যজিৎ রায়
C. নারায়ণ গঙ্গোপাধ্যায়
D. শঙ্খ ঘোষ
3. ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টা কে?
A. সত্যজিৎ রায়
B. নারায়ণ গঙ্গোপাধ্যায়
C. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
D. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
4. ইন্দিরা আবাস যোজনা কত সালে চালু হয়েছিল?
A. ১৯৭৮ সালে
B. ১৯৮২ সালে
C. ১৯৮৫ সালে
D. ১৯৯৯ সালে
5. নিম্নের কোন ব্যাঙ্ক জেলা স্তরে কাজ করে?
A. সমবায় কেন্দ্রীয় ব্যাঙ্ক
B. রাজ্য সমবায় ব্যাঙ্ক
C. রিজার্ভ ব্যাঙ্ক
D. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
6. SBI কত সালে জাতীয়করণ করা হয়েছিল?
A. ১৯৪৯ সালে
B. ১৯৫৫ সালে
C. ১৯৬৯ সালে
D. ১৯৭২ সালে
7. কোন দলকে হারিয়ে দৃষ্টিহীন মহিলাদের টি-২০ বিশ্বকাপ ২০২৫ জিতল ভারত?
A. নেপাল
B. শ্রীলঙ্কা
C. অস্ট্রেলিয়া
D. পাকিস্তান
8. প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে হয়েছিলেন?
A. রীতা ফারিয়া
B. প্রিয়াঙ্কা চোপড়া
C. ঐশ্বরিয়া রায়
D. লারা দত্ত
9. নিম্নের কোনটি উপকারী ব্যাকটেরিয়া?
A. ল্যাক্টোব্যাসিলাস
B. ই-কোলাই
C. ক্লস্ট্রিডিয়াম টিটেনি
D. স্ট্রেপ্টোকোকাস
10. সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
A. গ্যানিমিড
B. আইও
C. ইউরোপা
D. ক্যালিস্টো
11. ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন?
A. প্রতিভা প্যাটেল
B. লীলা শেঠ
C. অরুন্ধতী দত্ত
D. মীরা কুমার
12. ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে?
A. প্রধানমন্ত্রী
B. প্রধান বিচারপতি
C. রাষ্ট্রপতি
D. প্রতিরক্ষা মন্ত্রী
13. কোন রাজ্যের সম্প্রতি বিখ্যাত পান্না ডায়মন্ড জিআই ট্যাগ পেল?
A. মধ্যপ্রদেশ
B. ছত্তিশগড়
C. ত্রিপুরা
D. উত্তরপ্রদেশ
14. কোন দেশের সঙ্গে বৃহত্তম এলপিজি আমদানি চুক্তি করেছে ভারত?
A. রাশিয়া
B. ইন্দোনেশিয়া
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. ইউক্রেন
15. সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি?
A. লিথিয়াম
B. বোরন
C. নাইট্রোজেন
D. ফ্লুরিন
16. মানব শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে-
A. থ্যালামাস
B. হাইপোথ্যালামাস
C. পিটুইটারি
D. লঘু মস্তিষ্ক
17. কোন নেতার জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়?
A. মৌলানা আবুল কালাম আজাদ
B. ড. সর্বপল্লী রাধাকৃষ্ণাণ
C. এ.পি.জে আব্দুল কালাম
D. চক্রবর্তী রাজাগোপালাচারী
18. রাষ্ট্রকূট রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
A. শ্রীগুপ্ত
B. দন্তিদূর্গ
C. বিম্বিসার
D. সিমুক
19. মহম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন?
A. দৌলতাবাদে
B. বিজয়নগর
C. লাহোর
D. ঔরঙ্গাবাদ
20. কিসের থেকে প্লাস্টার অফ প্যারিস তৈরি করা হয়?
A. মার্বেল
B. চুনাপাথর
C. জিপসাম
D. ক্যালামাইন
21. কোন উপকূলে শীতকালীন বৃষ্টিপাত দেখা যায়?
A. মালাবার উপকূল
B. করমণ্ডল উপকূল
C. কোঙ্কন উপকূল
D. কোনোটিই নয়
22. কোন দুটি দেশের মাঝে পক প্রণালী অবস্থিত?
A. ভারত ও চিন
B. ভারত ও শ্রীলঙ্কা
C. ভারত ও বাংলাদেশ
D. ভারত ও নেপাল
23. নিম্নের কোনটি শীতল স্রোতের উদাহরণ?
A. উপসাগরীয় স্রোত
B. আটলান্টিক প্রবাহ
C. কুরোশিও স্রোত
D. ল্যাব্রাডর স্রোত
24. সাভানা তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়?
A. অস্ট্রেলিয়া
B. ব্রাজিল
C. নিউজিল্যান্ড
D. বলিভিয়া
25. কলিচুনের রাসায়নিক নাম কি?
A. ক্যালসিয়াম হাইড্রক্সাইড
B. সোডিয়াম বাই কার্বনেট
C. ক্যালসিয়াম অক্সাইড
D. সোডিয়াম কার্বনেট
26. খাবার সোডার রাসায়নিক সংকেত কি?
A. NaHCO3
B. NaHO3
C. Na2HCO3
D. NaOH
27. The Loneliness of Sonia and Sunny গ্রন্থটি কে লিখেছেন?
A. কিরণ দেশাই
B. অরুন্ধতী রায়
C. অম্বিকা রাও
D. নিধি চৌহান
28. সম্প্রতি কোন রাজ্যে লৌহ যুগের একটি সমাধিস্থলের সন্ধান পাওয়া গেছে?
A. অন্ধ্রপ্রদেশ
B. তামিলনাড়ু
C. কর্ণাটক
D. তেলেঙ্গানা
29. জওহর রোজগার যোজনা কত সালে শুরু হয়েছিল?
A. ১৯৭২ সালে
B. ১৯৮৫ সালে
C. ১৯৮৯ সালে
D. ১৯৯০ সালে
30. বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়?
A. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B. নেতাজি সুভাষচন্দ্র বসু
C. রাজা রামমোহন রায়
D. রাসবিহারী বসু
31. দীন-ই-ইলাহী প্রবর্তন করেছিলেন-
A. শেরশাহ
B. হুমায়ুন
C. আকবর
D. ঔরঙ্গজেব
32. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন?
A. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B. দাদাভাই নওরোজি
C. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D. রমেশচন্দ্র দত্ত
33. অন্ধ্রপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়েছিল?
A. ছত্তিশগড়
B. কর্ণাটক
C. তেলেঙ্গানা
D. হরিয়ানা
34. পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস কোনটি?
A. হাইড্রোজেন সালফাইড
B. কার্বন মনোক্সাইড
C. হাইড্রোজেন নাইট্রেট
D. কার্বন ডাই-অক্সাইড
35. আর্সেনিকের প্রভাবে নিম্নলিখিত কোন রোগটি হয়ে থাকে?
A. ব্ল্যাকফুট ডিজিজ
B. মিনামাটা
C. ইতাই-ইতাই
D. অ্যালবিনিজম
36. চ্যাম্পিয়ন্স ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
A. হকি
B. ক্রিকেট
C. টেবিল টেনিস
D. বিলিয়ার্ড
37. রেগুলেটিং অ্যাক্ট কত সালে প্রবর্তিত হয়?
A. ১৭৫২ সালে
B. ১৭৬৫ সালে
C. ১৭৭৩ সালে
D. ১৭৮৫ সালে
38. প্রতিবছর কবে World Earth Day পালন করা হয়?
A. ২১শে এপ্রিল
B. ২২শে এপ্রিল
C. ২৩শে এপ্রিল
D. ২৪শে এপ্রিল
39. 2025 BAFTA Awards-এ সেরা চলচ্চিত্রের তকমা পেয়েছে-
A. Conclave
B. Anora
C. A Complete Unknown
D. The Brutalist
40. রায়পুর কোন রাজ্যের রাজধানী?
A. ছত্তিশগড়
B. অন্ধ্রপ্রদেশ
C. ঝাড়খন্ড
D. অরুণাচল প্রদেশ
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে

No comments:
Post a Comment