KP Constable GK Practice Set- 11
![]() |
| KP Constable GK Practice Set- 11 |
KP Constable GK Practice Set- 11
1. কত বছরের জন্য অর্থ কমিশন নিযুক্ত করা হয়?
A. ২ বছর
B. ৫ বছর
C. ৮ বছর
D. ১০ বছর
2. রসায়নের ক্ষেত্রে নোবেল পুরস্কার ২০২৫ জিতেছেন কে?
A. Susumu Kitagawa
B. Richard Robson
C. Omar M. Yaghi
D. উপরোক্ত সকলেই
3. অজয় নদীর জলপথ কত নম্বর জাতীয় জলপথের অন্তর্গত?
A. ৫ নম্বর
B. ৬ নম্বর
C. ৭ নম্বর
D. ৮ নম্বর
4. ভারতের সুপ্রিম কোর্ট কোথায় স্থায়ীভাবে অবস্থিত?
A. নিউ দিল্লি
B. মুম্বাই
C. কলকাতা
D. বেঙ্গালুরু
5. সম্প্রতি কোন রাজ্যের দুটি ঐতিহ্যবাহী লেপচা বাদ্যযন্ত্র Tungbuk ও Pumtong Pulit জিআই ট্যাগ পেল?
A. সিকিম
B. রাজস্থান
C. মিজোরাম
D. অরুণাচল প্রদেশ
6. ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার কম?
A. নাগাল্যান্ড
B. ওড়িশা
C. ঝাড়খণ্ড
D. বিহার
7. জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয়?
A. ৮ই মার্চ
B. ১৩ই ফেব্রুয়ারি
C. ২৪শে ফেব্রুয়ারি
D. ২৮শে ফেব্রুয়ারি
8. হিন্দি সিনেমায় দাদা মনি নামে কোন অভিনেতা জনপ্রিয় ছিলেন?
A. অশোক কুমার
B. শশী কাপুর
C. কিশোর কুমার
D. ধর্মেন্দ্র
9. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন?
A. লর্ড ক্যানিং
B. লর্ড মাউন্টব্যাটেন
C. ওয়ারেন হেস্টিংস
D. লর্ড কার্জন
10. GDP এর পুরো নাম কি?
A. Goods and Domestic Product
B. Gross Domestic Product
C. Goods and Development Programme
D. Gross and Domestic Products
11. খসড়া কমিটি কবে গঠন করা হয়?
A. ২৬শে জানুয়ারি, ১৯৪৭
B. ১৫ই আগস্ট, ১৯৪৭
C. ২৯শে আগস্ট, ১৯৪৭
D. ২৬শে নভেম্বর, ১৯৪৭
12. ওডোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়?
A. অতিক্রান্ত দূরত্ব
B. শ্রাব্যতা
C. তেজস্ক্রিয়তা
D. পদার্থের বৈদ্যুতিক রোধতা
13. ডিনামাইট কে উদ্ভাবন করেছিলেন?
A. জে জে থমসন
B. ফ্রেডরিক রাইনেস
C. আলফ্রেড নোবেল
D. হাইজেন বার্গ
14. ভারতের সংবিধান তৈরিতে কতদিন সময় লেগেছিল?
A. ২ বছর ৫ মাস ৯ দিন
B. ২ বছর ৮ মাস ১০ দিন
C. ২ বছর ১১ মাস ৯ দিন
D. ২ বছর ১১ মাস ১৮ দিন
15. কত অনুচ্ছেদে ধর্ম-বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে?
A. ৩১৫ অনুচ্ছেদ
B. ৩২৬ অনুচ্ছেদ
C. ৩৩০ অনুচ্ছেদ
D. ৩৫০ অনুচ্ছেদ
16. Betla National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. হরিয়ানা
B. গুজরাট
C. ঝাড়খন্ড
D. বিহার
17. কোন দেশ আমফান ঝড়ের নামকরণ করেছে?
A. থাইল্যান্ড
B. ওমান
C. শ্রীলঙ্কা
D. কাতার
18. ভারতে রেপো রেট ঘোষণা করে-
A. প্রধানমন্ত্রী
B. রাষ্ট্রপতি
C. অর্থমন্ত্রী
D. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক
19. সাহিত্যে নোবেল পুরস্কার ২০২৫ পেয়েছেন কে?
A. J.K. Rowling
B. László Krasznahorkai
C. Sarah Waters
D. Carlos Ruiz Zafón
20. জাতীয় শিক্ষা নীতি প্রথম কত সালে চালু করা হয়?
A. ১৯৬৮ সালে
B. ১৯৭৮ সালে
C. ১৯৮৯ সালে
D. ১৯৯৯ সালে
21. প্রতি সেকেন্ডে আলোর গতিবেগ কত?
A. ১,৫২,০০০ মাইল
B. ১,৬৮,০০০ মাইল
C. ১,৮৬,০০০ মাইল
D. ১,৭২,০০০ মাইল
22. পুলিকট হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. মহারাষ্ট্র
B. অন্ধ্রপ্রদেশ
C. মণিপুর
D. কেরল
23. টানা অষ্টমবারের মতো ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর হিসেবে নির্বাচিত হয়েছে কোন শহর?
A. ইন্দোর
B. কোটা
C. সুরাট
D. মুম্বাই
24. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. সতীশচন্দ্র মুখোপাধ্যায়
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. হরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D. অক্ষয় কুমার দত্ত
25. এশিয়ার আলো কাকে বলা হয়?
A. মহর্ষি গৌতম
B. গৌতম বুদ্ধ
C. অশোক
D. মহাবীর
26. তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়?
A. 1192
B. 1191
C. 1162
D. 1173
27. কার নেতৃত্বে চম্পারনে সত্যাগ্রহ আন্দোলন শুরু হয়?
A. গান্ধীজী
B. ক্ষুদিরাম বসু
C. সুভাষচন্দ্র বস
D. রামমোহন রায়
28. কলকাতা হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
A. 1825
B. 1817
C. 1852
D 1812
29. নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতা কে?
A. বিষ্ণু শর্মা
B. কালিদাস
C. হর্ষবর্ধন
D. ভরতমুনি
30. এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
A. নীলনদ
B. হোয়াংহো
C. ইয়াংজি
D. মিসিসিপি
31. কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত?
A. গুজরাট
B. বিহার
C. তামিলনাড়ু
D. পশ্চিমবঙ্গ
32. ভারতের সবচেয়ে বেশি লবণ উৎপন্ন রাজ্য কোনটি?
A. গুজরাট
B. অরুণাচল প্রদেশ
C. আসাম
D. পাঞ্জাব
33. নিম্নোক্ত কোন রাজ্যটিকে পশ্চিমবঙ্গের দোসর বলা হয়?
A. আসাম
B. ত্রিপুরা
C. কেরালা
D. গুজরাট
34. ক্রিপস মিশন কত খ্রিস্টাব্দে ভারতে আসে?
A. 1942
B. 1980
C. 1932
D. 1919
35. গণপরিষদের মোট কতগুলি অধিবেশন হয়েছিল?
A. ১০টি
B. ১১টি
C. ১২টি
D. ১৫টি
36. বিধান পরিষদের সদস্যদের কার্যকালের মেয়াদ মোট কত বছর?
A. ৫ বছর
B. ৬ বছর
C. ৭ বছর
D. ৪ বছর
37. ভীমবেটকা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অ্যাখ্যা পেয়েছে?
A. ২০০৩ সালে
B. ২০০৪ সালে
C. ২০০৫ সালে
D. ২০০৬ সালে
38. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A. বিপিনচন্দ্র পাল
B. শ্যামজী কৃষ্ণ বর্মা
C. বাল গঙ্গাধর তিলক
D. দেবেন্দ্রনাথ ঠাকুর
39. অল ইন্ডিয়া হরিজন সংঘ কে প্রতিষ্ঠা করেছিলেন?
A. মহাত্মা গান্ধী
B. জওহরলাল নেহরু
C. সুভাষচন্দ্র বসু
D. কেউই নন
40. পরমবীর চক্র সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়?
A. সামরিক বাহিনী
B. সাংবাদিকতা
C. সঙ্গীত
D. খেলাধুলো
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment