KP Constable GK Practice Set- 12
![]() |
| KP Constable GK Practice Set- 12 |
KP Constable GK Practice Set
1. কোন ব্যাঙ্ক ১ টাকার অধিক মূল্যের নোট ছাপায়?
A. Reserve Bank of India
B. State Bank of India
C. Bank of India
D. কোনোটিই নয়
2. শান্তিতে নোবেল পুরস্কার ২০২৫ কে পেয়েছেন?
A. Edmundo González
B. Maria Corina Machado
C. Corina Yoris
D. Nicolás Maduro
3. কত সালে সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়?
A. ১৯৬০ সালে
B. ১৯৭২ সালে
C. ১৯৮২ সালে
D. ১৯৮৯ সালে
4. নিম্নের কোনটি জাতীয় আয়ের অন্তর্ভুক্ত?
A. হস্তান্তর পাওনা
B. মূলধনী লাভ
C. অপ্রত্যাশিত লাভ
D. পরোক্ষ কর
5. নাদির শাহ কোন মুঘল সম্রাটকে পরাজিত করেছিলেন?
A. আকবর
B. শাহজাহান
C. মহম্মদ শাহ
D. দ্বিতীয় বাহাদুর শাহ
6. পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণপ্রস্রবণ দেখা যায়?
A. বাঁকুড়া
B. বীরভূম
C. পূর্ব মেদিনীপুর
D. পূর্ব বর্ধমান
7. শকাব্দ কে প্রচলন করেছিলেন?
A. বিম্বিসার
B. বিন্দুসার
C. অশোক
D. কণিষ্ক
8. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়?
A. ২১শে ফেব্রুয়ারি
B. ২২শে ফেব্রুয়ারি
C. ২৩শে ফেব্রুয়ারি
D. ২৪শে ফেব্রুয়ারি
9. লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত?
A. ২২ বছর
B. ২৪ বছর
C. ২৫ বছর
D. ২৮ বছর
10. প্রথম ভারতীয় পুরুষ এয়ার চিফ কে ছিলেন?
A. সুব্রত মুখার্জী
B. অর্জন সিং
C. প্রতাপ চন্দ্র লাল
D. ওম প্রকাশ মেহেরা
11. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোন দেশের?
A. আয়ারল্যান্ড
B. ভারত
C. মার্কিন যুক্তরাষ্ট্র
D. চিন
12. মানুষের হাত কোন শ্রেণির লিভার?
A. প্রথম শ্রেণি
B. দ্বিতীয় শ্রেণি
C. তৃতীয় শ্রেণি
D. কোনোটিই নয়
13. 1 অশ্বক্ষমতা = কত ওয়াট?
A. 746
B. 752
C. 760
D. 768
14. ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
A. গ্রেট ব্রিটেন
B. কানাডা
C. ইংল্যান্ড
D. রাশিয়া
15. প্রথম মরণোত্তর ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন?
A. লাল বাহাদুর শাস্ত্রী
B. জওহরলাল নেহেরু
C. ড. রাজেন্দ্র প্রসাদ
D. সি ভি রমন
16. দার্শনিকের উল বলা হয়-
A. জিঙ্ক হাইড্রক্সাইড
B. জিঙ্ক অক্সাইড
C. সোডিয়াম ক্লোরাইড
D. ক্যালসিয়াম কার্বনেট
17. 2025 BAFTA Awards-এ সেরা চলচ্চিত্রের তকমা পেয়েছে-
A. Anora
B. Conclave
C. Nickel Boys
D. I'm Still Here
18. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
A. বুধ
B. শুক্র
C. মঙ্গল
D. শনি
19. বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কোনটি?
A. Keibul Lamjao National Park
B. Keoladeo National Park
C. Jim Corbett National Park
D. Periyar National Park
20. C++ কি?
A. অপারেটিং সিস্টেম
B. ইনপুট ডিভাইস
C. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ
D. মার্কআপ ল্যাঙ্গুয়েজ
21. মানব উন্নয়ন সূচক বা Human Development Index প্রথম কত সালে প্রকাশিত হয়েছিল?
A. ১৯৯০ সালে
B. ১৯৯৫ সালে
C. ১৯৯৭ সালে
D. ১৯৯৯ সালে
22. কত সালে FERA এর নাম পরিবর্তন করে FEMA রাখা হয়?
A. ১৯৯৭ সালে
B. ১৯৯৯ সালে
C. ২০০১ সালে
D. ২০০৫ সালে
23. জগদীপ ধনখর সংবিধানের কততম অনুচ্ছেদ অনুযায়ী উপ-রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন?
A. 35 অনুচ্ছেদ
B. 67(a) অনুচ্ছেদ
C. 68 অনুচ্ছেদ
D. 69 অনুচ্ছেদ
24. ঘুমার কোন রাজ্যের নৃত্য?
A. রাজস্থান
B. আসাম
C. কেরালা
D. অন্ধ্রপ্রদেশ
25. ভারতের সবথেকে পুরনো স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত?
A. পুনে
B. লখনউ
C. বেঙ্গালুরু
D. মুম্বাই
26. ২০২৬ এর শীতকালীন অলিম্পিকের মশাল বহনকারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে?
A. P V Sindhu
B. Avinav Bindra
C. Mary Kom
D. Neeraj Chopra
27. ভারতের নতুন ফৌজদারি আইন কত সালে ভারতীয় দণ্ডবিধিকে প্রতিস্থাপন করেছে?
A. ১৮৬০ সালে
B. ১৮৬৫ সালে
C. ১৮৭২ সালে
D. ১৮৮০ সালে
28. হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করে কোন গিরিপথ?
A. শিপকিলা গিরিপথ
B. নাথুলা গিরিপথ
C. জোজিলা গিরিপথ
D. জেলেপ লা গিরিপথ
29. দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল?
A. ১৭৫২ সালে
B. ১৭৬৫ সালে
C. ১৭৭২ সালে
D. ১৭৮৫ সালে
30. ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি?
A. হিরাকুদ বাঁধ
B. রিহান্দ বাঁধ
C. ভবানী সাগর বাঁধ
D. ভাকরা নাঙ্গাল বাঁধ
31. নিম্নের কোন দুটি গ্রহের উপগ্রহ নেই?
A. বুধ ও শুক্র
B. শনি ও মঙ্গল
C. বৃহস্পতি ও শনি
D. ইউরেনাস ও নেপচুন
32. কোন প্রাণীকে কাঁটার মুকুট বলা হয়?
A. তারা মাছ
B. শামুক
C. হাইড্রা
D. কোনোটিই নয়
33. যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু বাকি সংখ্যা ভিন্ন হয়, তাকে কি বলে?
A. আইসোটোপ
B. আইসোবার
C. আইসোটোন
D. আইসোমার
34. State Election Commissioner কার দ্বারা নিযুক্ত হন?
A. মুখ্যমন্ত্রী
B. রাজ্যপাল
C. স্পিকার
D. রাষ্ট্রপতি
35. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে?
A. একবার
B. দুইবার
C. তিনবার
D. চারবার
36. বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে?
A. ব্যারোমিটার
B. উইন্ড টারবাইন
C. বাত পতাকা
D. অল্টিমিটার
37. প্রোটিনের অভাবে শিশুদের কোন রোগটি হয়?
A. বেরিবেরি
B. রিকেট
C. পেলেগ্রা
D. কোয়াশিওরকর
38. কোন প্রাণীকে কাঁটার মুকুট বলা হয়?
A. তারা মাছ
B. শামুক
C. হাইড্রা
D. কোনোটিই নয়
39. ভারতের উত্তরতম বিন্দু কোনটি?
A. কিবিথু
B. ইন্দিরা পয়েন্ট
C. গুহরমতি
D. ইন্দিরা কল
40. কোন শিল্পের জন্য ত্রিবেনী বিখ্যাত?
A. পশম শিল্প
B. লৌহ ও ইস্পাত শিল্প
C. কাগজ শিল্প
D. কোনোটিই নয়
উত্তর পিডিএফে রয়েছে, PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment