Art & Culture Question and Answers | GK PDF in Bengali
![]() | |
Art and Culture সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
1. হিন্দি সিনেমায় দাদা মনি নামে কোন অভিনেতা জনপ্রিয় ছিলেন?
A. অশোক কুমার
B. শশী কাপুর
C. কিশোর কুমার
D. ধর্মেন্দ্র
2. সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পেয়েছিলেন?
A. 1922 সালে
B. 1938 সালে
C. 1968 সালে
D. 1992 সালে
3. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?
A. রাজা হরিশচন্দ্র
B. জামাই ষষ্ঠী
C. আলম আরা
D. কিষাণ কন্যা
4. প্রথম কোন ভারতীয় মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পান?
A. মহাশ্বেতা দেবী
B. আশাপূর্ণা দেবী
C. স্বর্ণকুমারী দেবী
D. রাধারাণী দেবী
5. দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী প্রথম ভারতীয় মহিলা কে?
A. দুর্গা খোটে
B. রুবি মায়ার্স
C. দেবিকা রানী
D. কানন দেবী
6. কোন নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে?
A . কথাকলি
B. কুচিপুড়ি
C. ওড়িশি
D. সাত্রিয়া
7. ত্রিভঙ্গ মুদ্রা কোন নৃত্যের একটি প্রধান বৈশিষ্ট্য?
A. সাত্রিয়া
B. কুচিপুড়ি
C. কৃষ্ণনাট্টম
D. ওড়িশি
8. যক্ষগণ কোন রাজ্যের প্রচলিত নৃত্য?
A. কর্ণাটক
B. অরুণাচল প্রদেশ
C. তামিলনাড়ু
D. কেরালা
9. মাটকি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী?
A. রাজস্থান
B. ছত্তিশগড়
C. মধ্যপ্রদেশ
D. ঝাড়খণ্ড
10. সম্প্রতি বিশ্বের বৃহত্তম ঝুমুর নৃত্য উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে?
A . পশ্চিমবঙ্গে
B. আসামে
C. ত্রিপুরায়
D. বিহারে
11. কাকে তবলা ও সেতারের আবিষ্কারক বলা হয়?
A. তানসেন
B. আমির খসরু
C. নিজামুদ্দিন আউলিয়া
D. মইনুদ্দিন চিশতী
12. ভারতের জাতীয় সঙ্গীত কে রচনা করেছিলেন?
A. রবীন্দ্রনাথ ঠাকুর
B. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C. মদনমোহন মালব্য
D. যদুনাথ ভট্টাচার্য
13. বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
A. 2000 সালে
B. 2002 সালে
C. 2005 সালে
D. 2006 সালে
14. নিম্নের কোনটি পশ্চিমবঙ্গের একটি উল্লেখযোগ্য লোকশিল্প?
A. তাঞ্জোর চিত্রাঙ্কন
B. কালামেজুথু
C. সঞ্জি
D. ডোকরা শিল্প
15. দশাবতার তাস পশ্চিমবঙ্গের কোন জেলার ঐতিহ্যবাহী সংস্কৃতি ও শিল্পকলা?
A. বাঁকুড়া
B. বীরভূম
C. পুরুলিয়া
D. মালদা
16. কলমকারী চিত্র শৈলীর উৎপত্তি কোন রাজ্যে?
A. অন্ধ্রপ্রদেশ
B. তেলেঙ্গানা
C. মধ্যপ্রদেশ
D. উত্তরপ্রদেশ
17. মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়?
A. ওড়িশা
B. বিহার
C. পশ্চিমবঙ্গ
D. ছত্তিশগড়
18. ওয়ারলি চিত্রকলা প্রধানত নিম্নের কোন রাজ্যে জনপ্রিয়?
A. রাজস্থান
B. মহারাষ্ট্র
C. পাঞ্জাব
D. উত্তরপ্রদেশ
19. তাজমহলের নকশায় কোন স্থাপত্য শৈলীর প্রভাব লক্ষ্য করা যায়?
A. দ্রাবিড় শৈলী
B. বেসর শৈলী
C. ইন্দো-ইসলামিক স্থাপত্য শৈলী
D. কোনোটিই নয়
20. অজন্তা গুহাচিত্রগুলি কোন সময়ের?
A. মৌর্য বংশ
B. গুপ্ত বংশ
C. মুঘল বংশ
D. পাল বংশ
21. কোন মুঘল রাজার রাজত্বকালে চিত্রকলার চরম বিকাশ ঘটেছিল?
A. আকবর
B. বাবর
C. ঔরঙ্গজেব
D. জাহাঙ্গীর
22. ৯০০ বছর পুরোনো চালুক্য শিলালিপির খোঁজ পাওয়া গিয়েছে কোন রাজ্যে?
A. মধ্যপ্রদেশে
B. তেলেঙ্গানায়
C. আসামে
D. উত্তরাখণ্ডে
23. Land of Festivals বা উৎসবের দেশ কোন রাজ্যকে বলা হয়?
A. উত্তরপ্রদেশ
B. নাগাল্যান্ড
C. ওড়িশা
D. পশ্চিমবঙ্গ
24. Gorsam Kora উৎসব কোন রাজ্যে আয়োজিত হয়?
A. অরুণাচল প্রদেশে
B. রাজস্থানে
C. মেঘালয়ে
D. আসামে
25. লোহরি উৎসব মূলত কোন রাজ্যে পালন করা হয়?
A. ওড়িশা
B. উত্তরাখণ্ড
C. পাঞ্জাব
D. অরুণাচল প্রদেশ
26. ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়?
A. তেলেঙ্গানা
B. অন্ধ্রপ্রদেশ
C. কেরালা
D. কর্ণাটক
27. Charaichung Festival কোন রাজ্যে পালন করা হয়?
A. মণিপুর
B. মিজোরাম
C. অরুণাচল প্রদেশ
D. আসাম
28. নিম্নের কোন মন্দিরকে ব্ল্যাক প্যাগোডা বলা হয়?
A. মীনাক্ষী মন্দির
B. তিরুপতি মন্দির
C. কোনার্ক সূর্য মন্দির
D. রামেশ্বরম মন্দির
29. বিশ্বের প্রথম ওম আকৃতির মন্দির ভারতের কোন রাজ্যে হয়েছে?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. রাজস্থান
D. হরিয়ানা
30. Royal Bhutan Buddhist Temple এর উদ্বোধন করা হয়েছে কোন রাজ্যে?
A. ঝাড়খন্ড
B. বিহার
C. ওড়িশা
D. সিকিম
31. ভারতের প্রথম Sunken Meuseum কোথায় হয়েছে?
A. নিউ দিল্লি
B. মুম্বাই
C. আহমেদাবাদ
D. জয়পুর
32. খাজুরাহো মন্দির কোন রাজ্যে অবস্থিত?
A. মধ্যপ্রদেশ
B. ওড়িশা
C. ছত্তিশগড়
D. ঝাড়খণ্ড
33. এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত?
A. মহারাষ্ট্র
B. ছত্তিশগড়
C. উত্তরপ্রদেশ
D. ওড়িশা
34. হাম্পি মনুমেন্ট ভারতের কোন রাজ্যে অবস্থিত?
A. গুজরাট
B. মহারাষ্ট্র
C. কর্ণাটক
D. অন্ধ্রপ্রদেশ
35. পল্লী কবি নামে কে পরিচিত?
A. জীবনানন্দ দাশ
B. জসীম উদ্দীন
C. সুবোধ ঘোষ
D. শঙ্খ ঘোষ
36. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
A. 1913 সালে
B. 1925 সালে
C. 1931 সালে
D. 1942 সালে
37. গোরা উপন্যাসটি কে লিখেছেন?
A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
C. রবীন্দ্রনাথ ঠাকুর
D. সমরেশ মজুমদার
38. দুর্গেশনন্দিনী উপন্যাসের রচয়িতা কে?
A. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
B. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
C. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
D. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
39. অরণ্যের অধিকার কার লেখা?
A. আশাপূর্ণা দেবী
B. মহাশ্বেতা দেবী
C. স্বর্ণকুমারী দেবী
D. সরলা দেবী চৌধুরাণী
40. বাঁটুল দি গ্রেট কার্টুন চরিত্রের স্রষ্টা কে?
A. নারায়ণ দেবনাথ
B. প্রাণকুমার শর্মা
C. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
D. এদের কেউই নন
সম্পূর্ণ PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:04


No comments:
Post a Comment