Breaking




Tuesday, January 20, 2026

ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর PDF | Geography Question and Answers PDF in Bengali

ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর PDF | Geography Question and Answers PDF in Bengali  

ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর PDF | Geography Question and Answers PDF in Bengali
ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর PDF | Geography Question and Answers PDF in Bengali 
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর PDF | Geography Question and Answers PDF in Bengali শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভূগোল একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ভূগোলের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

ভূগোলের প্রশ্ন ও উত্তর

1. কোন রাজ্যের সঙ্গে ভারতের সর্বাধিক রাজ্যের সীমানা রয়েছে- উত্তরপ্রদেশ  

2. আয়তন অনুযায়ী ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ- সপ্তম

3. কোন প্রতিবেশী দেশের সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে- বাংলাদেশ 

4. ভারতে সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল- ২০১১ সালে 

5. সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি- নিউ দিল্লি  

6. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনবহুল জেলা কোনটি- উত্তর ২৪ পরগনা  

7. কত বছর অন্তর ভারতে জনগণনা করা হয়- ১০ বছর  

8. নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতের প্রমাণ সময় বা Indian Standard Medium যায়নি- বিহার

9. নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি- উত্তরাখণ্ড

10. ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশটি গেছে- কর্কটক্রান্তি রেখা  

11. Pat land বলতে কোন মালভূমিকে বোঝানো হয়- ছোটনাগপুর মালভূমি  

12. ডেকানট্রাপ কোন শিলায় গঠিত হয়- ব্যাসল্ট শিলায়  

13. গ্রানাইট কি ধরনের শিলা- আগ্নেয় শিলা  

14. গ্রানাইট রূপান্তরিত হয়ে কি গঠিত হয়- নিস

15. ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত- গ্রানাইট

16. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোনটি- ধূপগড়

17. পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি- মলয়াদ্রি

18. আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত- আগ্নেয় পর্বত  

19. চেমায়ুংদুং হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে- ব্রহ্মপুত্র

20. কোন নদীকে তিব্বতে সাংপো বলা হয়- ব্রহ্মপুত্র  

21. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়- দোয়াব

22. নিম্নের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয়- সুবর্ণরেখা

23. নিম্নের কোন নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না- নর্মদা

24. নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত- তেহরি বাঁধ

25. নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়- নিম্নগতিতে

26. কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- কাবেরী

27. ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত- তামিলনাড়ু

28. নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত- উকাই বাঁধ  

29. চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত- ইন্দ্রাবতী

30. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত- কাবেরী

31. রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দার্জিলিং  

32. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

33. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড

34. নিম্নের কোনটি এল-নিনোর সম্পর্ক যুক্ত- জলের উষ্ণ স্রোত

35. কোন রাজ্যে কালবৈশাখী ঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করা যায়- পশ্চিমবঙ্গ

36. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়- আয়ন বায়ু

37. কোন রাজ্যে সবচেয়ে বেশি বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায়- রাজস্থান

38. পডজল মৃত্তিকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়- পার্বত্য অঞ্চলে  

39. প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলে- ভাঙ্গর

40. গম চাষের জন্য কোন মাটি ভালো- দোয়াশ মাটি  

41. কফি চাষের জন্য কোন মাটি সবচেয়ে ভালো- ল্যাটেরাইট

42. কিসের উপস্থিতির কারণে মাটি আম্লিক হয়- ফসফরাস

43. কোন মৃত্তিকার অপর নাম রেগুর- কৃষ্ণ মৃত্তিকা  

44. শাল কি ধরনের উদ্ভিদ- পর্ণমোচী

45. ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত- সার উৎপাদন  

46. ভারতের সবুজ বিপ্লব কোন কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল- গম ও চাল উৎপাদনে

47. নিম্নের কোনটি খারিফ ফসলের উদাহরণ- পাট

48. অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত- শ্বেত বিপ্লব  

49. কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন করা হয়- পশ্চিমবঙ্গ

50. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- উত্তরপ্রদেশ

51. নিম্নের কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়- ধান

52. নিম্নলিখিত কোনটি গ্রীষ্মকালীন ফসল- জায়েদ ফসল  

53. রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত- ব্রাহ্মণী

54. বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড

55. বাইলাডিলা লৌহ আকরিক খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত- ছত্তিশগড়

56. গন্ডোয়ানা কয়লাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড

57. ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত- চিকমাগালুর

58. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত- উত্তরাখণ্ড

59. নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- তামিলনাড়ু

60. সোনালী চতুর্ভুজের অন্তর্গত নিম্নের কোন শহর- মুম্বাই

61. ভারতের খনিজ ভান্ডার বলা হয়- ছোটনাগপুর মালভূমি  

62. TISCO কোথায় অবস্থিত- জামশেদপুর

63. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল- ডলোমাইট 

64. ক্যালমাইন কোন ধাতুর আকরিক- দস্তা

65. হেমাটাইট কোন ধাতুর আকরিক- লোহা

66. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি- NH 44  

67. ভারতের হাইটেক বন্দর কোনটি- জওহরলাল নেহরু বন্দর  

68. ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি- মুম্বাই বন্দর  

69. দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়- মাদুরাই

70. কোন শহরকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়- মুম্বাই

71. ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়- চেন্নাই

72. ভারতের হলুদ শহর কাকে বলা হয়- জয়সালমির 

73. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয়- বিশাখাপত্তনম

74. নালি ক্ষয় কিসের মাধ্যমে সংঘটিত হয়- জলপ্রবাহ

75. বাজাদা সাধারণত কোন অঞ্চলে দেখা যায়- মরুভূমি অঞ্চলে  

76. পেডিমেন্ট কিসের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়- বায়ু

77. নিম্নলিখিত কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরুপ নয়- ইনসেলবার্জ

78. Neora Valley National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ

79. নিম্নের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত নয়- Mukundra Hills National Park

80. Keoladeo National Park কোন রাজ্যে রয়েছে- রাজস্থান

81. Dihang-Dibang Biosphere Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত- অরুণাচল প্রদেশ  

82. পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে- ৫টি 

83. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে- সিকিম

84. ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া 

85. পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে- ৬টি

86. ভারতে প্রথম কোন রাজ্যে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল- পশ্চিমবঙ্গ

87. পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক উৎপাদনে শীর্ষে রয়েছে- কোচবিহার 

88. নিম্নের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়- বাঁকুড়া  

89. মাদুরকাঠি কোন জেলার জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য- মেদিনীপুর 

90. পূর্ব রেলওয়ের সদর দফতর কোথায় অবস্থিত- কলকাতা

91. নিম্নের কোন জেলার একটি মহকুমা পরিষদ আছে- দার্জিলিং

92. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি- কলকাতা

93. পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বাধিক- পূর্ব মেদিনীপুর 

94. কালিম্পং কত সালে জেলা হিসেবে গঠিত হয়েছিল- ২০১৭ সালে  

95. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি- ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ 

96. বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কোনটি- চেনাব সেতু  

97. Gangaur festival ভারতের কোন রাজ্যে পালন করা হয়- রাজস্থান

98. Hornbill Festival কোন রাজ্যে পালন করা হয়- নাগাল্যান্ড 

99. ভারতের কোন রাজ্যে Flamingo festival পালন করা হয়- অন্ধ্রপ্রদেশ 

100. Nuakhi Festival কোন রাজ্যে পালন করা হয়- ওড়িশা

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: Geography 100 Question and Answers PDF
File Format: PDF
No. of Pages:03
File Size:0.34MB

No comments:

Post a Comment