ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর PDF | Geography Question and Answers PDF in Bengali
![]() |
| ভূগোলের ১০০টি প্রশ্ন ও উত্তর PDF | Geography Question and Answers PDF in Bengali |
ভূগোলের প্রশ্ন ও উত্তর
1. কোন রাজ্যের সঙ্গে ভারতের সর্বাধিক রাজ্যের সীমানা রয়েছে- উত্তরপ্রদেশ
2. আয়তন অনুযায়ী ভারত বিশ্বের কততম বৃহত্তম দেশ- সপ্তম
3. কোন প্রতিবেশী দেশের সঙ্গে সুন্দরবনের সীমানা রয়েছে- বাংলাদেশ
4. ভারতে সর্বশেষ জনগণনা কত সালে হয়েছিল- ২০১১ সালে
5. সর্বাধিক জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি- নিউ দিল্লি
6. ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের জনবহুল জেলা কোনটি- উত্তর ২৪ পরগনা
7. কত বছর অন্তর ভারতে জনগণনা করা হয়- ১০ বছর
8. নিম্নের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতের প্রমাণ সময় বা Indian Standard Medium যায়নি- বিহার
9. নিম্নলিখিত কোন রাজ্যের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা যায়নি- উত্তরাখণ্ড
10. ভারতের মাঝখান দিয়ে কোন অক্ষাংশটি গেছে- কর্কটক্রান্তি রেখা
11. Pat land বলতে কোন মালভূমিকে বোঝানো হয়- ছোটনাগপুর মালভূমি
12. ডেকানট্রাপ কোন শিলায় গঠিত হয়- ব্যাসল্ট শিলায়
13. গ্রানাইট কি ধরনের শিলা- আগ্নেয় শিলা
14. গ্রানাইট রূপান্তরিত হয়ে কি গঠিত হয়- নিস
15. ছোটনাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত- গ্রানাইট
16. সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিম্নের কোনটি- ধূপগড়
17. পূর্বঘাট পর্বতমালার অপর নাম কি- মলয়াদ্রি
18. আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো কি জাতীয় পর্বত- আগ্নেয় পর্বত
19. চেমায়ুংদুং হিমবাহ থেকে নিম্নলিখিত কোন নদীটির উৎপত্তি হয়েছে- ব্রহ্মপুত্র
20. কোন নদীকে তিব্বতে সাংপো বলা হয়- ব্রহ্মপুত্র
21. দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়- দোয়াব
22. নিম্নের কোন নদী বরফ গলা জলে পুষ্ট নয়- সুবর্ণরেখা
23. নিম্নের কোন নদীর মোহনায় ব-দ্বীপ সৃষ্টি হয় না- নর্মদা
24. নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত- তেহরি বাঁধ
25. নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়- নিম্নগতিতে
26. কাল্লানাই বাঁধ কোন নদীর ওপর অবস্থিত- কাবেরী
27. ভবানী সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত- তামিলনাড়ু
28. নিম্নের কোন বাঁধটি ভাগীরথী নদীর উপর অবস্থিত- উকাই বাঁধ
29. চিত্রকূট জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত- ইন্দ্রাবতী
30. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর ওপর অবস্থিত- কাবেরী
31. রাম্মাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত- দার্জিলিং
32. ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
33. সুবর্ণরেখা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড
34. নিম্নের কোনটি এল-নিনোর সম্পর্ক যুক্ত- জলের উষ্ণ স্রোত
35. কোন রাজ্যে কালবৈশাখী ঝড়ের প্রভাব বেশি লক্ষ্য করা যায়- পশ্চিমবঙ্গ
36. কোন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয়- আয়ন বায়ু
37. কোন রাজ্যে সবচেয়ে বেশি বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায়- রাজস্থান
38. পডজল মৃত্তিকা সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়- পার্বত্য অঞ্চলে
39. প্রাচীন পলি সমৃদ্ধ মাটিকে কি বলে- ভাঙ্গর
40. গম চাষের জন্য কোন মাটি ভালো- দোয়াশ মাটি
41. কফি চাষের জন্য কোন মাটি সবচেয়ে ভালো- ল্যাটেরাইট
42. কিসের উপস্থিতির কারণে মাটি আম্লিক হয়- ফসফরাস
43. কোন মৃত্তিকার অপর নাম রেগুর- কৃষ্ণ মৃত্তিকা
44. শাল কি ধরনের উদ্ভিদ- পর্ণমোচী
45. ধূসর বিপ্লব কিসের সঙ্গে যুক্ত- সার উৎপাদন
46. ভারতের সবুজ বিপ্লব কোন কোন ফসল উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে সফল- গম ও চাল উৎপাদনে
47. নিম্নের কোনটি খারিফ ফসলের উদাহরণ- পাট
48. অপারেশন ফ্লাড কোন বিপ্লবের সঙ্গে যুক্ত- শ্বেত বিপ্লব
49. কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপাদন করা হয়- পশ্চিমবঙ্গ
50. গম উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম- উত্তরপ্রদেশ
51. নিম্নের কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়- ধান
52. নিম্নলিখিত কোনটি গ্রীষ্মকালীন ফসল- জায়েদ ফসল
53. রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন নদীর তীরে অবস্থিত- ব্রাহ্মণী
54. বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড
55. বাইলাডিলা লৌহ আকরিক খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত- ছত্তিশগড়
56. গন্ডোয়ানা কয়লাখনি ভারতের কোন রাজ্যে অবস্থিত- ঝাড়খন্ড
57. ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত- চিকমাগালুর
58. ভারতের মৃত্তিকা গবেষণাগার কোন রাজ্যে অবস্থিত- উত্তরাখণ্ড
59. নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত- তামিলনাড়ু
60. সোনালী চতুর্ভুজের অন্তর্গত নিম্নের কোন শহর- মুম্বাই
61. ভারতের খনিজ ভান্ডার বলা হয়- ছোটনাগপুর মালভূমি
62. TISCO কোথায় অবস্থিত- জামশেদপুর
63. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল- ডলোমাইট
64. ক্যালমাইন কোন ধাতুর আকরিক- দস্তা
65. হেমাটাইট কোন ধাতুর আকরিক- লোহা
66. ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি- NH 44
67. ভারতের হাইটেক বন্দর কোনটি- জওহরলাল নেহরু বন্দর
68. ভারতের বৃহত্তম কৃত্রিম বন্দর কোনটি- মুম্বাই বন্দর
69. দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়- মাদুরাই
70. কোন শহরকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়- মুম্বাই
71. ভারতের ডেট্রয়েট কোন শহরকে বলা হয়- চেন্নাই
72. ভারতের হলুদ শহর কাকে বলা হয়- জয়সালমির
73. City of Destiny ভারতের কোন শহরকে বলা হয়- বিশাখাপত্তনম
74. নালি ক্ষয় কিসের মাধ্যমে সংঘটিত হয়- জলপ্রবাহ
75. বাজাদা সাধারণত কোন অঞ্চলে দেখা যায়- মরুভূমি অঞ্চলে
76. পেডিমেন্ট কিসের সঞ্চয় কার্যের ফলে গঠিত হয়- বায়ু
77. নিম্নলিখিত কোনটি হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরুপ নয়- ইনসেলবার্জ
78. Neora Valley National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত- পশ্চিমবঙ্গ
79. নিম্নের কোন জাতীয় উদ্যান আসামে অবস্থিত নয়- Mukundra Hills National Park
80. Keoladeo National Park কোন রাজ্যে রয়েছে- রাজস্থান
81. Dihang-Dibang Biosphere Reserve ভারতের কোন রাজ্যে অবস্থিত- অরুণাচল প্রদেশ
82. পশ্চিমবঙ্গের সঙ্গে কটি রাজ্যের সীমানা স্পর্শ হয়েছে- ৫টি
83. কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন দৈর্ঘ্যের সীমানা রয়েছে- সিকিম
84. ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়- হাওড়া
85. পশ্চিমবঙ্গে কতগুলি জাতীয় উদ্যান রয়েছে- ৬টি
86. ভারতে প্রথম কোন রাজ্যে কার্পাস বয়ন শিল্প গড়ে উঠেছিল- পশ্চিমবঙ্গ
87. পশ্চিমবঙ্গের কোন জেলায় তামাক উৎপাদনে শীর্ষে রয়েছে- কোচবিহার
88. নিম্নের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়- বাঁকুড়া
89. মাদুরকাঠি কোন জেলার জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য- মেদিনীপুর
90. পূর্ব রেলওয়ের সদর দফতর কোথায় অবস্থিত- কলকাতা
91. নিম্নের কোন জেলার একটি মহকুমা পরিষদ আছে- দার্জিলিং
92. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কোনটি- কলকাতা
93. পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বাধিক- পূর্ব মেদিনীপুর
94. কালিম্পং কত সালে জেলা হিসেবে গঠিত হয়েছিল- ২০১৭ সালে
95. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি- ট্রান্স-সাইবেরিয়ান রেলপথ
96. বিশ্বের সর্বোচ্চ রেলসেতু কোনটি- চেনাব সেতু
97. Gangaur festival ভারতের কোন রাজ্যে পালন করা হয়- রাজস্থান
98. Hornbill Festival কোন রাজ্যে পালন করা হয়- নাগাল্যান্ড
99. ভারতের কোন রাজ্যে Flamingo festival পালন করা হয়- অন্ধ্রপ্রদেশ
100. Nuakhi Festival কোন রাজ্যে পালন করা হয়- ওড়িশা
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
File Format: PDF
No. of Pages:03
File Size:0.34MB


No comments:
Post a Comment