আধুনিক ভারতের ইতিহাস PDF | Modern History Question & Answers in Bengali PDF
![]() |
| আধুনিক ভারতের ইতিহাস PDF | Modern History Question & Answers in Bengali PDF |
1. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল- ১৬০০ খ্রিস্টাব্দে
2. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানী
অধিকার লাভ করে- ১৭৬৫ খ্রিস্টাব্দে
3. ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভারতের প্রথম কারা এসেছিল-
পর্তুগিজ
4. ভাস্কো-দা-গামা কত সালে ভারতে এসেছিলেন- ১৪৯৮
5. পশ্চিমবঙ্গে দিনেমারদের উপনিবেশ ছিল কোনটি- শ্রীরামপুর
6. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল-
পলাশীর যুদ্ধ
7. আলীবর্দী খাঁ এর মৃত্যুর পর কে নবাব হয়েছিলেন- সিরাজউদ্দৌলা
8. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬৪ সালে
9. দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল- ১৭৬৫ সালে
10. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬৭-৬৯ সালে
11. কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর নামকরণ কে করেছিলেন-
সিরাজউদ্দৌলা
12. কানপুরে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় কে
নেতৃত্ব দিয়েছিলেন- নানাসাহেব
13. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন-
দ্বিতীয় বাহাদুর শাহ
14. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল
কে ছিলেন- লর্ড ক্যানিং
15. The Indian War of Independence- কে রচনা করেছেন-
বিনায়ক দামোদর সাভারকার
16. ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কে স্থাপন করেছিলেন-
সাবিত্রীবাই ফুলে
17. এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল-
১৭৮৪ সালে
18. ক্যালকাটা স্কুল বুক অফ সোসাইটির প্রতিষ্ঠাতা কে-
ডেভিড হেয়ার
19. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়- ১৭৯৩ সালে
20. কলকাতা বিজ্ঞান কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল-
১৯১৪ খ্রিষ্টাব্দে
21. The History of British India কে লিখেছেন-
জেমস মিল
22. সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৭৩ সালে
23. বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা কে উত্তোলন করেছিলেন-
ভিখাজি রুস্তম কামা
24. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন- আত্মারাম পান্ডুরং
25. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন- রাজা রামমোহন রায়
26. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়- ১৮৯৭ সালে
27. লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়- ফ্লোরেন্স নাইটিঙ্গেল
28. ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী- কাকে বলা হয়- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
29. Independent পত্রিকার সম্পাদক কে ছিলেন- মোতিলাল নেহরু
30. সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
31. বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন- জেমস অগাস্টাস হিকি
32. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি-
দিগদর্শন
33. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দেবেন্দ্রনাথ ঠাকুর
34. Poverty and Un-British Rule in
India- গ্রন্থটি কার লেখা- দাদাভাই নওরোজী
35. সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন- রাজা রামমোহন রায়
36. নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন- দীনবন্ধু মিত্র
37. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস
38. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন- লড ডালহৌসি
39. বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন- ওয়ারেন হেস্টিংস
40. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন
41. কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল-
লর্ড কার্জন
42. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু
হয়েছিল- ১৮৭৮ সালে
43. চার্টার অ্যাক্ট কত সালে পাশ হয়- ১৮১৩ সালে
44. কে সতীদাহ প্রথা রদ করেছিলেন- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
45. কোন গভর্নর জেনারেলের সময় ভারতে প্রতিটি থানা সাব
ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হয়- লর্ড কর্নওয়ালিস
46. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল-
১৮৮৫ সালে
47. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন-
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
48. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল- লর্ড ডাফরিন
49. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দেমাতরম
গানটি দেওয়া হয়েছিল- ১৮৯৬
50. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায়
অনুষ্ঠিত হয়েছিল-
কলকাতা
51. স্বাধীন ভারতের
প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন- রাজাগোপালাচারী
52. রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল- ১৯১৯ সালে
53. মন্টেগু চেম্সফোর্ড সংস্কার আইন ভারতে কত সালে চালু
হয়েছিল- ১৯১৯ সালে
54. ক্রিপস মিশন কত সালে ভারতে আসে- ১৯৪২ সালে
55. কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোল টেবিল
বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন- সরোজিনী নাইডু
56. স্যাডলার কমিশন কবে গঠন করা হয়- ১৯১৭ সালে
57. কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন-
বারদৌলি সত্যাগ্রহ
58. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন- লালা হরদয়াল
59. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন-
১৯১৯ সালে
60. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন- জওহরলাল নেহরু
61. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে
গঠিত হয়েছিল- ১৯২০ সালে
62. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৯২১ সালে
63. চম্পারণ সত্যগ্রহ কত সালে হয়েছিল- ১৯১৭ সালে
64. ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থের রচয়িতা
কে- মহাত্মা গান্ধী
65. বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল- ১২ ডিসেম্বর, ১৯১১ সালে
66. বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয়
কে ছিলেন- লর্ড কার্জন
67. অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল- ১৯০২ সালে
68. হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত- শিক্ষা
69. সাইমন কমিশনের মোট সদস্য কতজন ছিলেন- ৭ জন
70. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোলন
71. দেশবন্ধু নামে পরিচিত কে- চিত্তরঞ্জন দাস
72. বারদৌলি সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল- ১৯২৮ সালে
73. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন- সুভাষচন্দ্র বসু
74. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন-
শ্যামজী কৃষ্ণ বর্মা
75. Indian National Army কে প্রতিষ্ঠা করেছিলেন-
মোহন সিং
76. নিম্নের কে নরমপন্থী নেতা ছিলেন না- বাল গঙ্গাধর তিলক
77. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাকটিকিট চালু করেন- লর্ড ডালহৌসি
78. সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা-
স্লোগানটি কে দিয়েছেন- মহম্মদ ইকবাল
79. বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৯১৫ সালে
80. হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন-
কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯২৮ সালে
81. মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা
হয়- ১৯০৯ সালে
82. গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব
করেছিলেন- বেলগাঁও অধিবেশন
83. হোমরুল লীগের নেত্রী কে ছিলেন- অ্যানি ব্যাসান্ত
84. ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন- লর্ড রিপন
85. লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৯১৬ সালে
86. অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়- ১৮৭৬ সালে
87. আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়- ১৯৪০ সালে
88. কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর
করা হয়েছিল- ১৯১১ সালে
89. জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা- স্বামী বিবেকানন্দ
90. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন কমিশন গঠন করা
হয়েছিল- হান্টার কমিশন
91. কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি
নির্বাচিত হয়েছিলেন- হরিপুরা অধিবেশন
92. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী
বিভক্ত হয়- ১৯০৭ সালে, সুরাট অধিবেশনে
93. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন-
জন ক্লার্ক মার্শম্যান
94. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন- বাল গঙ্গাধর তিলক
95. কলকাতায় কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা
করেছিলেন- লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক
96. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবী ঘোষিত
হয়- লাহোর অধিবেশন
97. আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল
কে ছিলেন- লর্ড আরউইন
98. কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল- ১৮৫৪ সালে
99. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোলন
100. প্রথম কে ফ্যাক্টরি আইন বা কারখানা আইন
চালু করেছিলেন- লর্ড রিপন
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:03
File Size:0.35MB


No comments:
Post a Comment