Breaking




Thursday, January 22, 2026

আধুনিক ভারতের ইতিহাস PDF | Modern History Question & Answers in Bengali PDF

আধুনিক ভারতের ইতিহাস PDF | Modern History Question & Answers in Bengali PDF 

আধুনিক ভারতের ইতিহাস PDF | Modern History Question & Answers in bengali PDF
আধুনিক ভারতের ইতিহাস PDF | Modern History Question & Answers in Bengali PDF
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আধুনিক ভারতের ইতিহাস PDF | Modern History Question & Answers in Bengali PDF Part- 02 শেয়ার করছি। আজকের পোস্টটিতে আধুনিক ভারতের ইতিহাস-এর ১০০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর রয়েছে। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। আধুনিক ভারতের ইতিহাস PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর

1. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে গঠিত হয়েছিল- ১৬০০ খ্রিস্টাব্দে

2. কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানী অধিকার লাভ করে- ১৭৬৫ খ্রিস্টাব্দে

3. ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভারতের প্রথম কারা এসেছিল- পর্তুগিজ

4. ভাস্কো-দা-গামা কত সালে ভারতে এসেছিলেন- ১৪৯৮

5. পশ্চিমবঙ্গে দিনেমারদের উপনিবেশ ছিল কোনটি- শ্রীরামপুর

6. কোন যুদ্ধের পর ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল- পলাশীর যুদ্ধ

7. আলীবর্দী খাঁ এর মৃত্যুর পর কে নবাব হয়েছিলেন- সিরাজউদ্দৌলা

8. বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬৪ সালে

9. দ্বৈত শাসন ব্যবস্থা কত সালে চালু করা হয়েছিল- ১৭৬৫ সালে

10. প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত সালে হয়েছিল- ১৭৬৭-৬৯ সালে

11. কলকাতার নাম পরিবর্তন করে আলিনগর নামকরণ কে করেছিলেন- সিরাজউদ্দৌলা

12. কানপুরে ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় কে নেতৃত্ব দিয়েছিলেন- নানাসাহেব

13. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় কোন মুঘল সম্রাট ছিলেন- দ্বিতীয় বাহাদুর শাহ

14. ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড ক্যানিং

15. The Indian War of Independence- কে রচনা করেছেন- বিনায়ক দামোদর সাভারকার

16. ভারতের প্রথম মহিলা বিদ্যালয় কে স্থাপন করেছিলেন- সাবিত্রীবাই ফুলে

17. এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৭৮৪ সালে

18. ক্যালকাটা স্কুল বুক অফ সোসাইটির প্রতিষ্ঠাতা কে- ডেভিড হেয়ার

19. চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়- ১৭৯৩ সালে

20. কলকাতা বিজ্ঞান কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯১৪ খ্রিষ্টাব্দে

21. The History of British India কে লিখেছেন- জেমস মিল

22. সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৮৭৩ সালে

23. বিদেশের মাটিতে প্রথম ভারতীয় পতাকা কে উত্তোলন করেছিলেন- ভিখাজি রুস্তম কামা

24. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন- আত্মারাম পান্ডুরং

25. ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন- রাজা রামমোহন রায়

26. রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠিত হয়- ১৮৯৭ সালে

27. লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়- ফ্লোরেন্স নাইটিঙ্গেল

28. ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী- কাকে বলা হয়- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

29. Independent পত্রিকার সম্পাদক কে ছিলেন- মোতিলাল নেহরু

30. সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেছিলেন- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

31. বেঙ্গল গেজেট পত্রিকার সম্পাদক কে ছিলেন- জেমস অগাস্টাস হিকি

32. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি- দিগদর্শন

33. তত্ত্ববোধিনী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন- দেবেন্দ্রনাথ ঠাকুর

34. Poverty and Un-British Rule in India- গ্রন্থটি কার লেখা- দাদাভাই নওরোজী

35. সম্বাদ কৌমুদী পত্রিকার সম্পাদক কে ছিলেন- রাজা রামমোহন রায়

36. নীল দর্পণ নাটকটি কে রচনা করেছিলেন- দীনবন্ধু মিত্র

37. ভারতে সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়- লর্ড কর্নওয়ালিস

38. স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেছিলেন- লড ডালহৌসি

39. বাংলার প্রথম গভর্নর জেনারেল ছিলেন- ওয়ারেন হেস্টিংস

40. ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড মাউন্টব্যাটেন

41. কোন ভাইসরয়ের আমলে ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়েছিল- লর্ড কার্জন

42. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কত সালে চালু হয়েছিল- ১৮৭৮ সালে

43. চার্টার অ্যাক্ট কত সালে পাশ হয়- ১৮১৩ সালে

44. কে সতীদাহ প্রথা রদ করেছিলেন- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক

45. কোন গভর্নর জেনারেলের সময় ভারতে প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালনা করা হয়- লর্ড কর্নওয়ালিস

46. জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল- ১৮৮৫ সালে

47. জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় সভাপতি কে ছিলেন- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়

48. কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল- লর্ড ডাফরিন

49. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দেমাতরম গানটি দেওয়া হয়েছিল- ১৮৯৬

50. জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল- কলকাতা

51.  স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন- রাজাগোপালাচারী

52. রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল- ১৯১৯ সালে

53. মন্টেগু চেম্সফোর্ড সংস্কার আইন ভারতে কত সালে চালু হয়েছিল- ১৯১৯ সালে

54. ক্রিপস মিশন কত সালে ভারতে আসে- ১৯৪২ সালে

55. কোন ভারতীয় মহিলা দ্বিতীয় গোল টেবিল বৈঠকে মহিলাদের হয়ে সভাপতিত্ব করেছিলেন- সরোজিনী নাইডু

56. স্যাডলার কমিশন কবে গঠন করা হয়- ১৯১৭ সালে

57. কোন ঘটনার পর বল্লভভাই প্যাটেল সর্দার উপাধি লাভ করেছিলেন- বারদৌলি সত্যাগ্রহ

58. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন- লালা হরদয়াল

59. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নাইট উপাধি ত্যাগ করেছিলেন- ১৯১৯ সালে

60. ১৯২৯ সালের লাহোর অধিবেশনের সভাপতি কে ছিলেন- জওহরলাল নেহরু

61. সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কবে গঠিত হয়েছিল- ১৯২০ সালে

62. মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল- ১৯২১ সালে

63. চম্পারণ সত্যগ্রহ কত সালে হয়েছিল- ১৯১৭ সালে

64. ইন্ডিয়া অফ মাই ড্রিমস গ্রন্থের রচয়িতা কে- মহাত্মা গান্ধী

65. বঙ্গভঙ্গ আন্দোলন কবে রদ করা হয়েছিল- ১২ ডিসেম্বর, ১৯১১ সালে

66. বঙ্গভঙ্গ আন্দোলনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন- লর্ড কার্জন

67. অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল- ১৯০২ সালে

68. হান্টার কমিশন কিসের সঙ্গে যুক্ত- শিক্ষা

69. সাইমন কমিশনের মোট সদস্য কতজন ছিলেন- ৭ জন

70. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোলন

71. দেশবন্ধু নামে পরিচিত কে- চিত্তরঞ্জন দাস

72. বারদৌলি সত্যাগ্রহ কত সালে শুরু হয়েছিল- ১৯২৮ সালে

73. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন- সুভাষচন্দ্র বসু

74. ইন্ডিয়ান হোমরুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন- শ্যামজী কৃষ্ণ বর্মা

75. Indian National Army কে প্রতিষ্ঠা করেছিলেন- মোহন সিং

76. নিম্নের কে নরমপন্থী নেতা ছিলেন না- বাল গঙ্গাধর তিলক

77. কোন ব্রিটিশ গভর্নর জেনারেল ডাকটিকিট চালু করেন- লর্ড ডালহৌসি

78. সারে জাহান সে আচ্ছা হিন্দুস্তান হামারা- স্লোগানটি কে দিয়েছেন- মহম্মদ ইকবাল

79. বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল- ১৯১৫ সালে

80. হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন- কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল- ১৯২৮ সালে

81. মর্লে-মিন্টো শাসন সংস্কার আইন কত সালে প্রণয়ন করা হয়- ১৯০৯ সালে

82. গান্ধীজি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন- বেলগাঁও অধিবেশন

83. হোমরুল লীগের নেত্রী কে ছিলেন- অ্যানি ব্যাসান্ত

84. ইলবার্ট বিল কে প্রবর্তন করেছিলেন- লর্ড রিপন

85. লখনৌ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল- ১৯১৬ সালে

86. অভিনয় নিয়ন্ত্রণ আইন কত সালে পাশ হয়- ১৮৭৬ সালে

87. আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়- ১৯৪০ সালে

88. কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়েছিল- ১৯১১ সালে

89. জ্ঞানযোগ গ্রন্থটি কার লেখা- স্বামী বিবেকানন্দ

90. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোন কমিশন গঠন করা হয়েছিল- হান্টার কমিশন

91. কংগ্রেসের কোন অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম সভাপতি নির্বাচিত হয়েছিলেন- হরিপুরা অধিবেশন

92. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী বিভক্ত হয়- ১৯০৭ সালে, সুরাট অধিবেশনে

93. সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন- জন ক্লার্ক মার্শম্যান

94. কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন- বাল গঙ্গাধর তিলক

95. কলকাতায় কে ভারতের প্রথম মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিলেন- লর্ড উইলিয়ম বেন্টিঙ্ক

96. কংগ্রেসের কোন অধিবেশনে 'পূর্ণ স্বরাজের' দাবী ঘোষিত হয়- লাহোর অধিবেশন

97. আইন অমান্য আন্দোলনের সময় গভর্নর জেনারেল কে ছিলেন- লর্ড আরউইন

98. কত সালে উডের নির্দেশনামা প্রকাশিত হয়েছিল- ১৮৫৪ সালে

99. গান্ধীজীর প্রথম গণ আন্দোলন কোনটি ছিল- অসহযোগ আন্দোলন

100. প্রথম কে ফ্যাক্টরি আইন বা কারখানা আইন চালু করেছিলেন- লর্ড রিপন

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: Modern History 100 Question and Answers PDF
File Format: PDF
No. of Pages:03
File Size:0.35MB

No comments:

Post a Comment