WBSSC Group C General Awareness Practice Set- 01
![]() |
| WBSSC Group C General Awareness Practice Set- 01 |
WBSSC Group C Practice Set
1. গজনীর মাহমুদ কতবার ভারত আক্রমণ করেছিলেন?
A. 10 বার
B. 12 বার
C. 15 বার
D. 17 বার
2. সরকারি কর্মক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের জন্য দেওয়া হয়?
A. 12 সপ্তাহ
B. 20 সপ্তাহ
C. 24 সপ্তাহ
D. 26 সপ্তাহ
3. দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রথম নাগরিক কে?
A. প্রধানমন্ত্রী
B. রাষ্ট্রপতি
C. উপ-রাষ্ট্রপতি
D. স্বরাষ্ট্রমন্ত্রী
4. কোন নৃত্যশৈলীর নাম একটি গ্রাম থেকে সৃষ্টি হয়েছে?
A. কথাকলি
B. কুচিপুড়ি
C. ওড়িশি
D. সাত্রিয়া
5. বাউল গান কত সালে বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে?
A. 2000 সালে
B. 2002 সালে
C. 2005 সালে
D. 2006 সালে
6. বর্তমানে ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রী (জানুয়ারি 2026) কে?
A. অনুরাগ সিং ঠাকুর
B. মনসুখ মান্ডাভিয়া
C. ধর্মেন্দ্র প্রধান
D. জ্যোতিরাদিত্য সিন্ধিয়া
7. কত সালে Commonwealth Games ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে?
A. ২০১৭ সালে
B. ২০২৮ সালে
C. ২০৩০ সালে
D. ২০৩৫ সালে
8. কোন রাজ্যটি Seven Sisters এর অন্তর্গত নয়?
A. আসাম
B. মণিপুর
C. উত্তরাখণ্ড
D. নাগাল্যান্ড
9. নারী ক্ষমতায়ন বা Women Empowerment বলতে বোঝায়—
A. নারীর উপর নিয়ন্ত্রণ
B. নারীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা বৃদ্ধি
C. নারীর গৃহবন্দিত্ব
D. মাতৃতান্ত্রিক সমাজ
10. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র কোনটি?
A. রাজা হরিশচন্দ্র
B. জামাই ষষ্ঠী
C. আলম আরা
D. কিষাণ কন্যা
11. মধুবনী চিত্রকলা প্রধানত কোন রাজ্যে বেশি জনপ্রিয়?
A. ওড়িশা
B. বিহার
C. পশ্চিমবঙ্গ
D. ছত্তিশগড়
12. ভারতের Men's T20 দলের বর্তমান অধিনায়ক কে?
A. Suryakumar Yadav
B. Shubhman Gill
C. Rohit Sharma
D. Axar Patel
13. শোল্ডার লাইন কোন খেলার সঙ্গে যুক্ত শব্দ?
A. খো-খো
B. রাগবি
C. ভলিবল
D. বাস্কেটবল
14. Sheetal Devi কোন খেলার সঙ্গে যুক্ত?
A. দৌড়
B. ব্যাডমিন্টন
C. ধনুর্বিদ্যা
D. ক্রিকেট
15. DNA দ্বি-তন্ত্রী আবিষ্কার কে করেছিলেন?
A. ওয়াটসন ও ক্রিক
B. ফ্লেমিং
C. লিউয়েনহক
D. রাদারফোর্ড
16. আধুনিক ও নিরাপদ লিফটের আবিষ্কারক কে?
A. এলিশা ওটিস
B. থমাস হ্যানকক
C. উইলস ক্যারিয়ার
D. পল অ্যালান
17. কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়?
A. UPS
B. CPU
C. MPU
D. মাদারবোর্ড
18. BIOS এর পুরো নাম কি?
A. Basic Input Output System
B. Binary Input Output System
C. Basic Identity Object System
D. কোনোটিই নয়
19. মধ্যযুগে ভূমি জরিপ প্রথম কে করেছিলেন?
A. আলাউদ্দিন খলজি
B. ইলতুৎমিস
C. গিয়াসউদ্দিন বলবন
D. মহম্মদ ঘুরি
20. ভারত মোট কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হয়?
A. 6 বার
B. 7 বার
C. 8 বার
D. 9 বার
PDF এর লিঙ্ক নিচে রয়েছে


No comments:
Post a Comment