Breaking




Tuesday, January 27, 2026

ভারতীয় সংবিধানের প্রশ্ন ও উত্তর PDF | Indian Constitution Question and Answers PDF in Bengali

ভারতীয় সংবিধানের প্রশ্ন ও উত্তর PDF | Indian Constitution Question and Answers PDF in Bengali 

ভারতীয় সংবিধানের প্রশ্ন ও উত্তর PDF | Indian Constitution Question and Answers PDF in Bengali
ভারতীয় সংবিধানের প্রশ্ন ও উত্তর PDF | Indian Constitution Question and Answers PDF in Bengali 
Hello Students,

bengaligk.in-এর আরও একটি নতুন পোস্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে ভারতীয় সংবিধানের প্রশ্ন ও উত্তর PDF | Indian Constitution Question and Answers PDF in Bengali শেয়ার করছি। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য ভারতীয় সংবিধান একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সময় নষ্ট না করে সরাসরি PDF এর লিঙ্ক নিচে দেওয়া রয়েছে তোমরা সেখান থেকে PDF ডাউনলোড করে নাও। ভারতীয় সংবিধানের প্রশ্ন ও উত্তর PDF টি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও।

ভারতীয় সংবিধানের প্রশ্ন ও উত্তর

1. ভারতের সংবিধান কবে কার্যকর করা হয়েছিল?

A. ১৫ই আগস্ট, ১৯৪৮

B. ২৬শে জানুয়ারি, ১৯৪৯ 

C. ২৬শে নভেম্বর, ১৯৪৯

D. ২৬শে জানুয়ারি, ১৯৫০

2. সংবিধান সভার সভাপতি ছিলেন-

A. রাজেন্দ্র প্রসাদ 

B. বি. আর. আম্বেদকর 

C. বি. এন. রাও 

D. জওহরলাল নেহরু 

3. ভারতের গণপরিষদ কত সালে গঠন করা হয়েছিল? 

A. ১৯৩৮ সালে 

B. ১৯৪২ সালে 

C. ১৯৪৬ সালে 

D. ১৯৫০ সালে 

4. খসড়া কমিটি কবে গঠন করা হয়? 

A. ২৬শে জানুয়ারি, ১৯৪৭ 

B. ১৫ই আগস্ট, ১৯৪৭ 

C. ২৯শে আগস্ট, ১৯৪৭ 

D. ২৬শে নভেম্বর, ১৯৪৭

5. ভারতের সংবিধান তৈরিতে কতদিন সময় লেগেছিল?

A. ২ বছর ৫ মাস ৯ দিন 

B. ২ বছর ৮ মাস ১০ দিন 

C. ২ বছর ১১ মাস ৯ দিন 

D. ২ বছর ১১ মাস ১৮ দিন 

6. আগস্ট প্রস্তাব কত সালে পেশ করা হয়?

A. ১৯২১ সালে 

B. ১৯৩৫ সালে 

C. ১৯৪০ সালে 

D. ১৯৪২ সালে 

7. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোন দেশের?

A. আয়ারল্যান্ড 

B. ভারত

C. মার্কিন যুক্তরাষ্ট্র 

D. চিন 

8. ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কোন দেশ থেকে নেওয়া হয়েছে?

A. গ্রেট ব্রিটেন 

B. কানাডা 

C. ইংল্যান্ড 

D. রাশিয়া 

9. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধন করা হয়েছে?

A. একবার 

B. দুইবার 

C. তিনবার 

D. চারবার 

10. কত সালে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধন করা হয়েছিল?

A. ১৯৫১ সালে 

B. ১৯৬২ সালে 

C. ১৯৭৬ সালে

D. ১৯৮২ সালে

11. কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যের ধারণাটি নেওয়া হয়েছে?

A. সোভিয়েত ইউনিয়ন

B. ব্রিটেন 

C. জার্মানি  

D. মার্কিন যুক্তরাষ্ট্র

12. সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে?

A. দক্ষিণ আফ্রিকা

B. সোভিয়েত ইউনিয়ন 

C. যুক্তরাষ্ট্র 

D. জাপান 

13. বি. আর. আম্বেদকর সংবিধানের কোন অনুচ্ছেদকে "Heart and Soul" বলেছেন?

A. ৩০ অনুচ্ছেদ 

B. ৩২ অনুচ্ছেদ

C. ৩৫ অনুচ্ছেদ

D. ৩৬ অনুচ্ছেদ

14. ভারতের জাতীয় জরুরি অবস্থা সংবিধানের কোন ধারার সঙ্গে সম্পর্কিত? 

A. ২৭২

B. ৩৫২

C. ৩৫৪

D. ৩৬২

15. ভারতীয় সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন?

A. মহম্মদ আলি জিন্নাহ

B. ড. রাজেন্দ্র প্রসাদ

C. ড. বি. আর আম্বেদকর

D. কে এম মুন্সী

16. সংবিধানের অভিভাবক কাকে বলা হয়?

A. রাষ্ট্রপতি 

B. প্রধানমন্ত্রী

C. সুপ্রিম কোর্ট 

D. হাই কোর্ট 

17. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থবিল নিয়ে আলোচনা করা হয়েছে?

A. ১১০

B. ১১২

C. ১১৪

D. ১১৬

18. রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কে?

A. মুখ্যমন্ত্রী

B. রাজ্যপাল

C. হাইকোর্টের প্রধান বিচারপতি

D. এদের কেউই নন

19. ড্রাফটিং কমিটি কিসের সঙ্গে যুক্ত?

A. সংবিধানের খসড়া রচনা

B. আর্থিক উন্নয়নের জন্য পরিকল্পনা

C. কর কাঠামো সংস্কার

D. নির্বাচন সংস্কার

20. ভারতের প্রথম সাধারণ নির্বাচন পরিচালনা করা হয় কত সালে?

A. ১৯৪৮-৪৯ সালে 

B. ১৯৫০-৫১ সালে 

C. ১৯৫১-৫২ সালে 

D. ১৯৫২-৫৩ সালে 

21. ভারতীয় মূল সংবিধানে মোট কয়টি ধারা ও তফশিল রয়েছে?

A. ৩১০টি ধারা ও ৮টি তফশিল 

B. ৩৫৫টি ধারা ও ১১টি তফশিল

C. ৩৯৫টি ধারা ও ১২টি তফশিল

D. ৪৪৮টি ধারা ও ১২টি তফসিল 

22. ভারতীয় সংবিধানের কোন ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয়েছে? 

A. ১৫ ধারা 

B. ১৭ ধারা 

C. ২০ ধারা 

D. ২২ ধারা 

23. ভারতীয় সংবিধানের কত ধরনের রিট রয়েছে? 

A. দুই ধরনের 

B. তিন ধরনের 

C. চার ধরনের 

D. পাঁচ ধরনের

24. মন্ত্রী পরিষদের দায়িত্ব কার কাছে ন্যস্ত থাকে? 

A. লোকসভা

B. প্রধানমন্ত্রী

C. রাষ্ট্রপতি 

D. রাজ্যসভা 

25. কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের নির্দেশক নীতির ধারণাটি নেওয়া হয়েছে?

A. সোভিয়েত ইউনিয়ন

B. দক্ষিণ আফ্রিকা 

C. আয়ারল্যান্ড  

D. আমেরিকা যুক্তরাষ্ট্র

26. রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন?

A. ১০ জন 

B. ১২ জন 

C. ১৪ জন 

D. ১৫ জন 

27. সংবিধান দিবস কবে পালন করা হয়?

A.  ২৩শে জুলাই

B. ২৪শে অক্টোবর

C. ২৬শে নভেম্বর 

D. ২৬শে জানুয়ারি

28. ভারতের সংবিধান কবে গৃহীত হয়েছিল?

A. ১৫ই আগস্ট, ১৯৪৮

B. ২৬শে জানুয়ারি, ১৯৪৯ 

C. ২৬শে নভেম্বর, ১৯৪৯

D. ১৫ই আগস্ট, ১৯৫০

29. অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন?

A. প্রধানমন্ত্রী

B. রাজ্যপাল

C. শিক্ষা মন্ত্রী

D. রাষ্ট্রপতি 

30. হাইকোর্টের বিচারপতিদের কার্যকালের মেয়াদ কত বছর?

A. ৫৫ বছর 

B. ৬০ বছর 

C. ৬২ বছর 

D. ৬৫ বছর

31. জিরো আওয়ার বলতে কোন সময়কে বোঝানো হয়?

A. ১১টা থেকে ১২টা

B. ১২টা থেকে ১টা

C. ১২রোটা থেকে ৩টে

D. ১২টা থেকে ৬টা

32. ভারতের ৫৩তম বিচারপতি কে?

A. বি আর গাভাই

B. সূর্য কান্ত 

C. ধীরেন চন্দ্রচূড় 

D. অবিনাশ ত্রিপাঠী 

33. ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে? 

A. এম. ফতিমা বিবি 

B. আন্না চন্ডী 

C. সুচেতা কৃপালিনী 

D. লক্ষীকৃষ্ণ ঝা 

34. সংবিধানের কোন অনুচ্ছেদে নাগরিক বৈষম্য নিষিদ্ধ করার কথা বলা হয়েছে?

A. ১৫ 

B. ২০

C. ২২

D. ২৫ 

35. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালন করা হয়?

A. ১৫ই আগস্ট

B. ১০ই ডিসেম্বর

C. ৫ই জানুয়ারি

D. ২১শে ফেব্রুয়ারি

36. ভারতীয় সংবিধানের কোন ধারায় সাম্যের অধিকারের কথা বলা হয়েছে?

A. 14-18 

B. 19-22 

C. 23-24

D. 25-28

37. সংবিধানের কততম সংশোধনী দ্বারা ভোটাধিকারের বয়স ২১ থেকে কমিয়ে ১৮ বছর করা হয়?

A. ৪৮তম 

B. ৫৫তম

C. ৬১তম

D. ৬২তম

38. সংবিধান সংশোধন পদ্ধতির ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে?

A. দক্ষিণ আফ্রিকা

B. সোভিয়েত ইউনিয়ন 

C. যুক্তরাষ্ট্র 

D. জাপান 

39. রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতির দ্বারা মনোনীত হন?

A. ১০ জন 

B. ১২ জন 

C. ১৪ জন 

D. ১৫ জন 

40. ভারতের সংবিধানের কততম সংশোধনী অনুসারে পৌরসভাকে যুক্ত করা হয়?

A. ৪২তম 

B. ৪৪তম 

C. ৭৪তম 

D. ৮৬তম

41. সংবিধানের কোন অংশে পঞ্চায়েতিরাজ ব্যবস্থার উল্লেখ আছে?

A. III

B. IV

C. IX

D. XII

42. ইউনিয়ন কনস্টিটিউশন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?

A. জওহরলাল নেহেরু

B. ড. বি. আর. আম্বেদকর

C. ড. রাজেন্দ্র প্রসাদ

D. কে এম মুন্সী

43. শিশুশ্রম নিষিদ্ধ সংবিধানের কোন ধারায় বলা হয়েছে?

A. ১৪ নম্বর 

B. ১৯ নম্বর 

C. ২৩ নম্বর 

D. ২৪ নম্বর 

44. ইম্পিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে?

A. ৬০ নং 

B. ৬১ নং 

C. ৬২ নং 

D. ৬৩ নং

45. কোন কমিটির সুপারিশের ফলে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল?

A. স্মরণ সিং কমিটি 

B. মালহোত্রা কমিটি 

C. নরসিংহম কমিটি

D. শাহ কমিশন

46. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে?

A. ৩৬২

B. ৩৬৫

C. ৩৬৮ 

D. ৩৭2

47. বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি?

A. ৬টি 

B. ৭টি 

C. ৮টি 

D. ৯টি 

48. অ্যান্টি সার্কুলার সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

A. ১৯০২ সালে

B. ১৯০৩ সালে

C. ১৯০৪ সালে

D. ১৯০৫ সালে

49. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন?

A. দাদাভাই নওরজি

B. মহাত্মা গান্ধী

C. জে. বি. কৃপালিনী

D. জওহরলাল নেহরু

50. বিধানসভার সর্বাধিক সদস্যপদ কোন রাজ্যে রয়েছে?

A. গুজরাট 

B. উত্তরপ্রদেশ  

C. মহারাষ্ট্র 

D. আসাম 

51. ভারতীয় সংসদের মোট কটি প্রচলিত অধিবেশন রয়েছে?

A. ১

B. ২

C. ৩

D. ৪

52. খসড়া কমিটি কবে গঠন করা হয়েছিল?

A. ২৬শে জানুয়ারি, ১৯৪৭ সালে 

B. ১৫ই আগস্ট, ১৯৪৭ সালে 

C. ২৯শে আগস্ট, ১৯৪৭ সালে 

D. ২৬শে নভেম্বর ১৯৪৭ সালে 

53. বিধানসভায় অর্থবিল উত্থাপন করতে প্রথমে কার অনুমোদন প্রয়োজন হয়?

A. প্রধানমন্ত্রী 

B. রাজ্যপাল 

C. রাষ্ট্রপতি 

D. উপরাষ্ট্রপতি 

54. শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানের কোন ধারায় বলা হয়েছে?

A. ১৯-২২ 

B. ২৩-২৪

C. ২৫-২৮

D. ২৯-৩০

55. কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়?

A. ১৯৩৪ সালে 

B. ১৯৪৫ সালে 

C. ১৯৫৩ সালে 

D. ১৯৫৫ সালে 

56. পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয়?

A. ৩ বছর 

B. ৪ বছর 

C. ৫ বছর 

D. ৬ বছর 

57. সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারির ক্ষমতা বলা হয়েছে?

A. ১১৮ ধারা 

B. ১২৩ ধারা

C. ১২৬ ধারা 

D. ১৩০ ধারা 

58. গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন?

A. জওহরলাল নেহরু

B. ড. বি আর আম্বেদকর 

C. স্যার বি এন রাও 

D. কে এম মুন্সি 

59. কত তম সংবিধান সংশোধনী আইন দ্বারা মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়েছিল?

A. ৪১ তম 

B. ৪২ তম

C. ৪৩ তম 

D. ৪৫ তম 

60. হাইকোর্টের প্রথম প্রধান মহিলা বিচারপতি কে ছিলেন?

A. আন্না চণ্ডী 

B. এম ফতিমা বিবি 

C. লীলা শেঠ 

D. চন্দ্রমুখী বসু 

61. ৬-১৪ বছর বয়সী শিশুদের বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা কোন অনুচ্ছেদে বলা হয়েছে?

A. ১৯

B. ২০

C. ২১ (A)

D. ২২

62. ভারতের জাতীয় সংহতি দিবস কবে পালন করা হয়? 

A. ১৬ই আগস্ট 

B. ১৫ই সেপ্টেম্বর 

C. ২রা অক্টোবর 

D. ৩১শে অক্টোবর

63. ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল?

A. গুজরাট

B. রাজস্থান

C. মহারাষ্ট্র

D. পাঞ্জাব

64. ভারতের কটি রাজ্যে বিধান পরিষদ রয়েছে?

A. ৩টি 

B. ৪টি 

C. ৫টি 

D. ৬টি 

65. সংবিধানের কততম অনুচ্ছেদের দ্বারা রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করতে পারেন?

A. ৭০তম অনুচ্ছেদ 

B. ৭৬তম অনুচ্ছেদ

C. ৭৯তম অনুচ্ছেদ 

D. ৮০তম অনুচ্ছেদ 

66. ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনে পঞ্চায়েতকে শাসনতান্ত্রিক মর্যাদা দেওয়া হয়েছে?

A. ৫৬ তম

B. ৭৪ তম

C. ৭৩ তম 

D. ৭৬ তম

67. ভারতীয় সরকারি তহবিলের অভিভাবক কাকে বলা হয়?

A. প্রধানমন্ত্রী 

B. রাষ্ট্রপতি 

C. কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল

D. অর্থমন্ত্রী 

68. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন?

A. প্রধানমন্ত্রী 

B. রাষ্ট্রপতি 

C. উপরাষ্ট্রপতি

D. স্পিকার

69. সংবিধানের কোন ধারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখিত হয়েছে?

A. ২১(A)

B. ১৯-২২ 

C. ২৩-২৪

D. ২৫-২৮ 

70. জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়?

A. ২৫ জানুয়ারি

B. ২০ ফেব্রুয়ারি

C. ২৯ মার্চ

D. ১৬ এপ্রিল

71. স্বাধীনতার অধিকার সংবিধানের কোন ধারায় উল্লেখ করা হয়েছে?

A. ২১

B. ১৯-২২ 

C. ২৩-২৪

D. ২৫-২৮

72. "আইনের চোখে সবাই সমান" কোন ধারায় উল্লেখ রয়েছে?

A. ১৪ নম্বর ধারায় 

B. ১৬ নম্বর ধারায় 

C. ১৮ নম্বর ধারায় 

D. ১৯ নম্বর ধারায় 

73. ভারতের মুখ্য নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন?

A. প্রধানমন্ত্রী 

B. রাষ্ট্রপতি 

C. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি 

D. লোকসভার স্পিকার 

74. ভারতের প্রথম মহিলা লোকসভার স্পিকার কে ছিলেন?

A. প্রতিভা প্যাটেল

B. লীলা শেঠ

C. অরুন্ধতী দত্ত

D. মীরা কুমার

75. ভারতীয় সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার কে? 

A. প্রধানমন্ত্রী 

B. প্রধান বিচারপতি 

C. রাষ্ট্রপতি

D. প্রতিরক্ষা মন্ত্রী

76. ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতির শপথ বা প্রতিশ্রুতির সঙ্গে সম্পর্কিত? 

A. ৬০ নম্বর ধারা

B. ৬৫ নম্বর ধারা 

C. ৭০ নম্বর ধারা 

D. ৭৫ নম্বর ধারা

77. ভারতের রাষ্ট্রপতি একটি নির্বাচনী কলেজের দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে রয়েছে- 

A. লোকসভার সকল সদস্য

B. রাজ্যসভার সকল সদস্য 

C. লোকসভা ও রাজ্যসভার সকল সদস্যরা 

D. লোকসভা রাজ্যসভা ও রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যরা

78. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির উচ্চ আদালতের বিষয়ে আলোচনা করা হয়েছে?

A. ২৪১ 

B. ২৫০ 

C. ২৫২ 

D. ৩১২

79. ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায্য ও মানবিক কর্মপরিবেশের নীতির রূপরেখা দেওয়া হয়েছে?? 

A. ৩৮ অনুচ্ছেদ

B. ৪২ অনুচ্ছেদ

C. ৪৫ অনুচ্ছেদ

D. ৫০ অনুচ্ছেদ 

80. লোকসভার সদস্যদের মধ্যে মোট কতজন রাজ্যের প্রতিনিধিত্ব করেন?

A. ৫১৫ জন 

B. ৫২৫ জন 

C. ৫৩০ জন 

D. ৫৪০ জন 

81. রাষ্ট্রপতি লোকসভায় কতজন সদস্যকে মনোনীত করতে পারেন?

A. ২ জন 

B. ৩ জন 

C. ৪ জন 

D. ৫ জন 

82. সংবিধানের কত ধরনের জরুরী অবস্থার কথা বলা হয়েছে? 

A. এক ধরনের 

B. দুই ধরনের 

C. তিন ধরনের 

D. চার ধরনের

83. কত অনুচ্ছেদে ধর্ম-বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোটাধিকারের কথা বলা হয়েছে?

A. ৩১৫ অনুচ্ছেদ 

B. ৩২৬ অনুচ্ছেদ

C. ৩৩০ অনুচ্ছেদ 

D. ৩৫০ অনুচ্ছেদ

84. ভারতীয় সংবিধানে বর্তমানে মৌলিক কর্তব্য কয়টি?

A. ৬টি

B. ৮টি

C. ১০টি

D. ১১টি

85. সংবিধানের কোন ধারায় রাজ্যপালের শপথের কথা উল্লেখ রয়েছে?

A. ১৪৮ নম্বর ধারায় 

B. ১৫২ নম্বর ধারায় 

C. ১৫৫ নম্বর ধারায়

D. ১৫৯ নম্বর ধারায়

86. ভারতের প্রথম অ-কংগ্রেসী রাষ্ট্রপতি কে ছিলেন?

A. নীলম সঞ্জীব রেড্ডি

B. কে এম মুন্সী

C. বদরুদ্দীন তোয়েবজি 

D. মোরারজি দেসাই 

87. লোকসভার যে কোনোও বিষয় পরিচালনার জন্য ন্যূনতম কত কোরামের প্রয়োজন?

A. মোট সদস্য সংখ্যার এক-তৃতীয়াংশ

B. মোট সদস্য সংখ্যার এক-চতুর্থাংশ 

C. মোট সদস্য সংখ্যার এক-পঞ্চমাংশ  

D. মোট সদস্য সংখ্যার এক-দশমাংশ 

88. হাইকোর্টের বিচারকদের বদলি করার অধিকার কার রয়েছে? 

A. প্রধানমন্ত্রী 

B. রাষ্ট্রপতি

C. প্রধান বিচারপতি

D. লোকসভার স্পিকার

89. নিম্নলিখিত কোন হাইকোর্টের এখতিয়ার দেশের বৃহত্তম? 

A. গুয়াহাটি হাইকোর্ট 

B. বোম্বে হাইকোর্ট

C. কলকাতা হাইকোর্ট

D. এলাহাবাদ হাইকোর্ট

90. কলকাতা হাইকোর্টের নবীনতম সার্কিট বেঞ্চ-

A. আলিপুরদুয়ার সার্কিট বেঞ্চ

B. জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ 

C. কোচবিহার সার্কিট বেঞ্চ

D. বর্ধমান সার্কিট বেঞ্চ

91. ১৯৫৭ সালে বলবন্ত রায় মেহতা কমিটি ভারতে 

কত স্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সুপারিশ করেন?

A. দ্বি-স্তর 

B. তিন-স্তর 

C. চার-স্তর 

D. পাঁচ-স্তর 

92. ১৯৫০ সালে সংবিধান প্রণয়নের সময় কতগুলি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছিল?

A. পাঁচটি

B. ছয়টি

C. আটটি

D. একটিও নয় 

93. সংবিধানের কোন অনুচ্ছেদে সকল রাজ্যের জন্য একটি অভিন্ন তিন স্তরের পঞ্চায়েতী রাজ কাঠামো থাকার বিধান রয়েছে?

A. ২৪৩ অনুচ্ছেদ

B. ২৪৪ অনুচ্ছেদ

C. ২৪৫ অনুচ্ছেদ

D. ২৪৬ অনুচ্ছেদ

94. কোন আইনের মাধ্যমে গণপরিষদ গঠিত হয়? 

A. ১৯০৯ সালের ভারত সরকার আইন 

B. ১৯১৯ সালের ভারত সরকার আইন 

C. ১৯৪৭ সালের ভারতীয় স্বাধীনতা আইন 

D. ১৯৪৬ সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা

95. গণপরিষদ কবে 'জন গণ মন' গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসেবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে?

A. ২৪শে জানুয়ারি, ১৯৫০ 

B. ২৬শে জানুয়ারি, ১৯৫০ 

C. ১৫ই আগস্ট, ১৯৫০ 

D. ২৬শে নভেম্বর, ১৯৫০

96. আদিবাসী অধ্যুষিত অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা কোন তফশিলে বলা রয়েছে?

A. পঞ্চম 

B. ষষ্ঠ 

C. সপ্তম 

D. A ও B উভয় 

97. নিম্নের কোনটি একটি মৌলিক অধিকার নয়? 

A. সাম্যের অধিকার 

B. স্বাধীনতার অধিকার 

C. সাংবিধানিক প্রতিকারের অধিকার 

D. সম্পত্তির অধিকার 

98. ভারতের গণপরিষদের ধারণা প্রথম কে দেন?

A. সি. জি. রায়

B. এম. এন. রায় 

C. ড. বাবাসাহেব আম্বেদকর

D. জওহরলাল নেহরু

99. গণপরিষদের অধীনে মৌলিক অধিকার, সংখ্যালঘু ও উপজাতি এবং বাদবাকি এলাকার উপর উপদেষ্টা কমিটির সভাপতি কে ছিলেন?

A. জওহরলাল নেহরু

B. জে. বি. কৃপালানি

C. সর্দার বল্লভভাই প্যাটেল 

D. ড. বি. আর. আম্বেদকর

100. 'স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব'-এর নীতিগুলো নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে?

A. ফ্রান্স 

B. আয়ারল্যান্ড

C. ব্রিটেন

D. অস্ট্রেলিয়া

PDF এর লিঙ্ক নিচে রয়েছে

PDF Download Details::
File Name: ভারতীয় সংবিধানের প্রশ্ন ও উত্তর PDF
File Format: PDF
No. of Pages:08
File Size:0.39MB

No comments:

Post a Comment