পদ্ম পুরস্কার ২০২৬ PDF | Padma Awards 2026 List PDF in Bengali
![]() |
| পদ্ম পুরস্কার ২০২৬ PDF | Padma Awards 2026 List PDF in Bengali |
পদ্ম পুরস্কার (Padma Awards) : ভারতের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান। ভারতের রাষ্ট্রপতির দ্বারা 1954 সাল থেকে এই পুরস্কার প্রদান শুরু হয়। প্রতিবছর ২৬ জানুয়ারি (প্রজাতন্ত্র দিবস) এই পুরস্কার ঘোষণা করা হয়। মোট তিনটি বিভাগে পদ্ম পুরস্কার প্রদান করা হয়।
➢ পদ্ম বিভূষণ - অসাধারণ ও ব্যতিক্রমী জাতীয় সেবা ক্ষেত্রে
➢ পদ্ম ভূষণ - উচ্চমানের বিশিষ্ট সেবা ক্ষেত্রে
➢ পদ্মশ্রী - বিভিন্ন উল্লেখযোগ্য সেবা ক্ষেত্রে
◉ পদ্ম পুরস্কার যেসব ক্ষেত্রে প্রদান করা হয়, তা হল-
• শিল্পকলা (Arts)
• সাহিত্য ও শিক্ষা (Literature and Education)
• বিজ্ঞান ও প্রযুক্তি (Science and Engineering)
• শিল্প ও বাণিজ্য (Industry)
• ক্রীড়া (Sports)
• চিকিৎসা (Medicine)
• সমাজসেবা (Social Work)
• নাগরিক পরিষেবা (Civil Service)
• জনসেবা ও জনকল্যাণমূলক কার্য (Public Affairs)
২০২৬ সালে মোট ১৩১টি পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই তালিকায় পদ্মবিভূষণ পুরস্কারে ৫ জন, পদ্মভূষণ পুরস্কারে ১৩ জন এবং পদ্মশ্রী পুরস্কারে ১১৩ জন প্রাপক।
সম্পূর্ণ তালিকাসহ PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:04
File Size:0.41MB


No comments:
Post a Comment