একনজরে সৌরজগৎ সম্পর্কিত তথ্য | Solar System Question & Answers PDF
![]() |
| একনজরে সৌরজগৎ সম্পর্কিত তথ্য | Solar System Question & Answers PDF |
সৌরজগৎ সম্পর্কিত প্রশ্ন ও উত্তর
1. Nebular Theory কে দিয়েছিলেন?
A. এমানুয়েল কান্ট
B. হয়েলস
C. কার্ল হুইটকার
D. চেম্বারলিন
➢ ১৭৫৫ সালে এমানুয়েল কান্ট এই তত্ত্বের ধারনা দিয়েছিলেন।
➢ ১৭৯৬ সালে ল্যাপ্লেস এই তত্ত্বটি সংযোজন করে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছিলেন।
2. Big Bang Theory টি কে দিয়েছিলেন?
A. আলফ্রেড ওয়েজেনার
B. জর্জ ল্যামাইত্রে
C. নিকোলাস কোপারনিকাস
D. ল্যাপ্লেস
➢ ১৯২৭ সালে জর্জ ল্যামাইত্রে বিগ ব্যাং তত্ত্বটি উত্থাপন করেছিলেন
3. সৌরজগৎ কে আবিষ্কার করেছিলেন?
A. নিকোলাস কোপারনিকাস
B. এমানুয়েল কান্ট
C. গ্যালিলিও গ্যালিলাই
D. কার্ল হুইটকার
4. সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি?
A. সিরিয়াস
B. রিগল
C. প্রক্সিমা সেঞ্চুরি
D. লুব্ধক
5. সূর্যের প্রধান উপাদান কি কি?
A. হাইড্রোজেন ও হিলিয়াম
B. কার্বন ও নাইট্রোজেন
C. অক্সিজেন ও হিলিয়াম
D. হাইড্রোজেন ও নিয়ন
6. সূর্যের বাইরের স্তরকে কি বলা হয়?
A. করোনা
B. ফটোস্ফিয়ার
C. ক্রোমোস্ফিয়ার
D. কোনোটিই নয়
➢ পৃথিবী থেকে সূর্যের যেই অংশটি দেখতে পাওয়া যায় তাকে ফটোস্ফিয়ার বলা হয়
7. আয়তনে বড় থেকে ছোট সাজালে নিম্নের কোন ক্রোমটি সঠিক?
A. বৃহস্পতি-শুক্র-পৃথিবী-মঙ্গল-ইউরেনাস-বুধ-শনি-নেপচুন
B. বৃহস্পতি-শনি-ইউরেনাস-নেপচুন-পৃথিবী-শুক্র-মঙ্গল-বুধ
C. বৃহস্পতি-শুক্র-বুধ-পৃথিবী-নেপচুন-মঙ্গল-শনি-ইউরেনাস
D. বৃহস্পতি-শুক্র-নেপচুন-বুধ-মঙ্গল-শনি-পৃথিবী-ইউরেনাস
8. সূর্যকে সবচেয়ে কম সময়ে প্রদক্ষিণ করে কোন গ্রহ?
A. পৃথিবী
B. শুক্র
C. বুধ
D. শনি
9. সৌরজগতের উজ্জ্বলতম গ্রহ কোনটি?
A. বুধ
B. শুক্র
C. মঙ্গল
D. শনি
10. সৌরজগতের কোন দুটি গ্রহ বিপরীতমুখী ঘূর্ণন অর্থাৎ পূর্ব থেকে পশ্চিমে ঘোরে?
A. শুক্র ও ইউরেনাস
B. বুধ ও শুক্র
C. বুধ ও নেপচুন
D. শুক্র ও শনি
11. সৌরজগতের নীল গ্রহ কাকে বলা হয়?
A. ইউরেনাস
B. নেপচুন
C. পৃথিবী
D. মঙ্গল
12. কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম?
A. বুধ
B. শনি
C. শুক্র
D. মঙ্গল
13. সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি?
A. শনি
B. ইউরেনাস
C. পৃথিবী
D. প্লুটো
14. গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়?
A. বৃহস্পতি
B. মঙ্গল
C. বুধ
D. শুক্র
15. সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি?
A. বুধ
B. শনি
C. শুক্র
D. নেপচুন
16. সৌরজগতের বৃহত্তম উপগ্রহ কোনটি?
A. গ্যানিমিড
B. আইও
C. ইউরোপা
D. ক্যালিস্টো
17. সৌরজগতের ক্ষুদ্রতম উপগ্রহ কোনটি?
A. টাইটান
B. ফোবোস
C. ডিমোস
D. মিরান্ডা
18. সৌরজগতের বৃহত্তম বামন গ্রহ কোনটি?
A. এরিস
B. সেরেস
C. মাকেমাকে
D. প্লুটো
19. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায়?
A. ৭০ বছর
B. ৭২ বছর
C. ৭৪ বছর
D. ৭৬ বছর
20. নিম্নের মধ্যে অন্তঃস্থ গ্রহ কোনটি?
A. পৃথিবী
B. বৃহস্পতি
C. শনি
D. ইউরেনাস
21. কোন গ্রহের উপগ্রহ Callisto তে ওজন গ্যাসের সন্ধান পাওয়া গিয়েছে?
A. শুক্রর
B. বৃহস্পতির
C. বুধের
D. শনির
22. মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ?
A. বৃহস্পতি
B. নেপচুন
C. ইউরেনাস
D. শুক্র
23. সেরেস কি ধরনের গ্রহ?
A. অন্তঃস্থ গ্রহ
B. বহিঃস্থ গ্রহ
C. বামন গ্রহ
D. কোনোটিই নয়
24. নিম্নলিখিতর মধ্যে কোনটি বামন গ্রহর উদাহরণ নয়?
A. ফোবোস
B. প্লুটো
C. এরিস
D. মাকেমাকে
25. সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি Noctis এর খোঁজ পাওয়া গিয়েছে কোন গ্রহে?
A. বৃহস্পতি
B. শনি
C. মঙ্গল
D. বুধ
26. সৌরজগতের সবচেয়ে দ্রুতগামী গ্রহ কোনটি?
A. শুক্র
B. মঙ্গল
C. বুধ
D. পৃথিবী
27. গ্রেট ডার্ক স্পট কোন গ্রহে দেখা যায়?
A. শনি
B. শুক্র
C. নেপচুন
D. বুধ
28. কোন গ্রহের আবর্তনকাল ও পরিক্রমণকাল প্রায় সমান?
A. মঙ্গল
B. শুক্র
C. বৃহস্পতি
D. ইউরেনাস
29. টাইটান কোন গ্রহের বৃহত্তম উপগ্রহ?
A. শনি
B. বৃহস্পতি
C. মঙ্গল
D. ইউরেনাস
30. হাইড্রা কার উপগ্রহ?
A. শনি
B. নেপচুন
C. বুধ
D. প্লুটো
31. সৌরজগতে কোন গ্রহের দিনের দৈর্ঘ্য সবচেয়ে বেশি?
A. পৃথিবী
B. মঙ্গল
C. বৃহস্পতি
D. শুক্র
32. সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ বেশি?
A. ইউরেনাস
B. শনি
C. নেপচুন
D. মঙ্গল
33. কোন গ্রহকে A Planet on its Side বলা হয়?
A. বৃহস্পতি
B. শনি
C. ইউরেনাস
D. শুক্র
34. মহাকাশ ভ্রমণ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?
A. অ্যাস্ট্রোনমি
B. অ্যাস্ট্রোনটিক্স
C. প্ল্যানেটোলজি
D. সিসমোলজি
35. সূর্য কত দিনে নিজের অক্ষের চারিদিকে একবার আবর্তন করে?
A. ২২ দিনে
B. ২৫ দিনে
C. ২৭ দিনে
D. ৩০ দিনে
36. নেপচুনের উল্লেখযোগ্য উপগ্রহ নিম্নের কোনটি?
A. ট্রাইটন
B. ডিসনোমিয়া
C. ওবেরন
D. নামাকা
37. কোন গ্রহের দিনের দৈর্ঘ্য পৃথিবীর সমান?
A. বুধ
B. শুক্র
C. মঙ্গল
D. বৃহস্পতি
38. সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
A. ইউরেনাস ও নেপচুন
B. বুধ ও শুক্র
C. মঙ্গল ও বুধ
D. শনি ও শুক্র
39. মহাবিশ্বে কৃষ্ণগহ্বর বা ব্ল্যাক হোলের ধারণা কে দিয়েছেন?
A. আলফ্রেড ওয়েবার
B. জন মিশেল
C. হেনরি ক্যাভেন্ডিস
D. এমানুয়েল কান্ট
40. নিম্নের কোনটি সৌরজগতের গ্যাসীয় গ্রহ বা জোভিয়ান গ্রহ নয়?
A. ইউরেনাস
B. নেপচুন
C. বুধ
D. শনি
সম্পূর্ণ PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:05
File Size:0.40MB


No comments:
Post a Comment