জিকের প্রশ্ন ও উত্তর | GK Questions and Answers in Bengali
GK Questions and Answers in Bengali Part-09 |
1. Attukal Pongala উৎসব কোথায় পালন করা হয় ?
উঃ কেরালাতে
2. বাঙ্গের কোন নদীর উপনদী ?
উঃ নর্মদা
3. ম্যাগনেসিয়ামের একটি আকরিক হল ?
উঃ ডলোমাইট
4. চেঞ্জিং ডাইরেকশন শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ খো-খো
5.কাঞ্চনজঙ্ঘা কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ?
উঃ হিমালয়
6. হাইড্রা কার উপগ্রহ ?
উঃ প্লুটোর
7. অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উঃ খেলাধুলো
8. অষ্টমুদি কয়াল ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কেরালা
9. মিরান্ডা কোন গ্রহের উপগ্রহ- ?
উঃ ইউরেনাস
10. ভারতরত্ন পুরস্কার কত সালে প্রবর্তিত হয়েছিল ?
উঃ ১৯৫৪ সালে
11. Gol Gumbaz ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
12. সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কত সালে হয়েছিল ?
উঃ ১৯৩২ সালে
13. আম্লিক দ্রবণের pH মান কি ?
উঃ ৭ এর কম
14. ট্রাইটন কোন গ্রহের উপগ্রহ ?
উঃ নেপচুন
15. ইম্পিচমেন্ট পদ্ধতি সংবিধানের কোন ধারায় উল্লেখিত হয়েছে ?
উঃ ৬১ নং
16. শ্রেণিক কোন শাসকের উপাধি ছিল ?
উঃ বিম্বিসার
17. অন্ধ্রপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়েছিল ?
উঃ তেলেঙ্গানা
18. সিন্ধু সভ্যতার দাইমাবাদ কোন রাজ্যে অবস্থিত ?
উঃ মহারাষ্ট্র
19. World Radio Day কবে পালন করা হয় ?
উঃ ১৩ই ফেব্রুয়ারি
20. চিত্রকূট জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত ?
উঃ ছত্তিশগড়
21. প্রতিবছর কবে International Conscience Day পালন করা হয় ?
উঃ ৫ই এপ্রিল
22. মুঘল বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উঃ দ্বিতীয় বাহাদুর শাহ
23. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
উঃ মাজুলি
24. স্বপনবুড়ো কার ছদ্মনাম ?
উঃ অখিল নিয়োগী
25. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন ?
উঃ লর্ড ওয়েলেসলি
26. ভারতের উত্তরতম বিন্দু কোনটি ?
উঃ ইন্দিরা কল
27. কে রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন ?
উঃ জয়দেব
28. ব্রহ্মগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
উঃ কর্ণাটক
29. চৌরিচৌরার ঘটনা কত সালে হয়েছিল ?
উঃ ১৯২২ সালে
30. গুপ্ত বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উঃ প্রথম চন্দ্রগুপ্ত
31. প্রথম জৈন সম্মেলন কোথায় হয়েছিল ?
উঃ পাটলিপুত্র
32. দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?
উঃ ক্রিকেট
33. ভারতের কোন রাজ্যে সর্বাধিক লিগনাইট কয়লা পাওয়া যায় ?
উঃ তামিলনাড়ু
34. টেনিদা চরিত্রের স্রষ্টা কে ?
উঃ নারায়ণ গঙ্গোপাধ্যায়
35. কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন ?
উঃ বিম্বিসার
36. বিষেরবাঁশি কাব্যের লেখক কে ?
উঃ কাজী নজরুল ইসলাম
37. ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত ?
উঃ উত্তরাখণ্ড
38. অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ?
উঃ সতীশচন্দ্র বসু
39. সাতপুরা কি ধরনের পর্বত ?
উঃ স্তূপ পর্বত
40. সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল ?
উঃ ১৮৭৩ সালে
41. প্রতিবছর World Polio Day কবে পালন করা হয় ?
উঃ ২৪শে অক্টোবর
42. অম্ল বৃষ্টির জন্য কোন গ্যাসটি দায়ী ?
উঃ সালফার ডাই অক্সাইড ও নাইট্রোজেন অক্সাইড
43. ভিয়েনা কোন দেশের রাজধানী ?
উঃ অস্ট্রিয়া
44. উদীয়মান সূর্যের দেশ কাকে বলে ?
উঃ জাপান
45. Keoladeo National Park ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ রাজস্থান
46. সায়ানোকোবালামিন কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
উঃ ভিটামিন B12
47. পল্লব বংশের শেষ সম্রাট কে ছিলেন ?
উঃ অপরাজিত
48. কপালকুণ্ডলা কার লেখা ?
উঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
49. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন ?
উঃ সুভাষচন্দ্র বসু
50. Tehri Dam ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
উঃ উত্তরাখন্ড
PDF এর লিঙ্ক নিচে রয়েছে
No. of Pages:03
File Size:0.26MB
আগের পর্ব | লিঙ্ক |
---|---|
GK Questions and Answers in Bengali Part-08 | লিঙ্ক |
GK Questions and Answers in Bengali Part-07 | লিঙ্ক |
GK Questions and Answers in Bengali Part-06 | লিঙ্ক |
No comments:
Post a Comment